- চারদিকে জিনিসপত্রের দাম বাড়ছে । কিন্তু চারিদিকে দাঙ্গার নামে ভাগাভাগির চেষ্টা করছে বিজেপি । একুশে জুলাইয়ের মঞ্চ থেকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে এই অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
- একুশে জুলাইয়ের সমাবেশস্থল থেকে বাংলার নিজস্ব টাকায় 100 দিনের কাজের একটি প্রকল্প শুরু করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানান, এই প্রকল্পের নাম দেওয়া হবে 'খেলা হবে'।
- "পঞ্চায়েত নির্বাচনে 71 হাজার বুথে ভোট হল । গোলমাল হল তিনটি জায়গায় । ভাঙড়, ডোমকল, ইসলামপুর । আর কোচবিহারে গন্ডগোল হয়েছে । সব থেকে বেশি খুন হয়েছেন তৃণমূল কর্মীরাই । তৃণমূল কর্মীরা কি তৃণমূল কর্মীদের খুন করবে ?" : মমতা
- আরও পড়ুন:ভাঁড় হাতে নদিয়া থেকে লক্ষ্মী এলেন কলকাতায়
- "আমি চ্যালেঞ্জ নেওয়ার লোক । মৃত্যু নিয়ে এখন রাজনীতি করছে বিজেপি । ত্রিপুরায় রথযাত্রায় 26 জন মারা গেলেন । ট্রেন দুর্ঘটনায় কত মানুষের মৃত্যু হল । নমামি গঙ্গে প্রকল্পকেন্দ্রে কত জন দুর্ঘটনায় মারা গেলেন । আমি কিছু বলিনি । মৃত্যু নিয়ে রাজনীতি করি না । কিন্তু বাংলাতে কেউ মারা গেলেই রাজনীতি শুরু করছে বিজেপি ।" বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
- মণিপুরের ঘটনায় কেন্দ্রকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘কোথায় গেল বেটি বাঁচাও স্লোগান ? দেশের বেটিরা এখন জ্বলছে ।’’ আগামী দিলে বিরোধী দলগুলি মণিপুরে যাওয়ার চেষ্টা করবে বলে জানান তিনি ৷
- 5 অগস্ট অভিষেক যে ঘেরাওয়ের কর্মসূচির ঘোষণা করেছেন, তা ব্লকস্তরে করতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মণিপুরে দুই মহিলার উপর অত্যাচারের তীব্র নিন্দা করেন তিনি ৷
- আরও পড়ুন:মমতার বাড়ির সামনে সশস্ত্র যুবক, নূর আলমের উদ্দেশ্য নিয়ে ধন্দে পুলিশ
- বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
- "24-এ জিতছে কে, ইন্ডিয়া আবার কে ! ভারতের সঙ্গে লড়বে কার ক্ষমতা আছে ? জনতা জনার্দনই শেষ কথা ৷ যদি কেউ ভাবে মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূলকে দুর্বল করবে, তা হলে ভুল করছে । তৃণমূল বিশুদ্ধ লোহা, যত পোড়াবে, আঘাত করবে তত শক্তিশালী হবে । 'ইন্ডিয়া'কে আটকানো যাবে না ।" বললেন অভিষেক ৷
- "বিজেপির সব নেতাদের নিয়ে একটি তালিকা তৈরি করুন ৷ ব্লক থেকে শুরু করে সব স্তরের নেতাদের সেই তালিকায় রাখবেন ৷ এরপর আগামী 5 অগস্ট সেই বেজিপ নেতাদের বাড়ি ঘেরাও করুন ৷ সকাল 10টা থেকে সন্ধে 6টা - আট ঘণ্টা ধরে ঘেরাও চলবে ৷ বয়স্কদের ছাড় দেবেন ৷ ওই সময় বিজেপি নেতারা বাড়িতে ঢুকতে ও বেরোতে পারবেন না ৷ কারও গায়ে হাত দেবেন না ৷ প্ররোচনায় পা দেবেন না ৷ শান্তিপূর্ণ ভাবে ঘেরাও করবেন ৷ 341টা ব্লক, 127টি মিউনিসিপালিটির ওয়ার্ড, টাউন সর্বত্র গণঘেরাও করুন ৷" বললেন অভিষেক ৷
- আরও পড়ুন:মাথায় চুল কেটে লেখা মমতা-অভিষেক, পায়ে হেঁটে কলকাতার পথে বর্ধমানের শের আলি
- দিল্লি চলোর ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ 2 অক্টোবর দিল্লিতে ধরনা দেওয়ার ডাক দিয়েছেন তিনি ৷ 5 অগস্ট রাজ্যের সব বিজেপি নেতার বাড়িতে ঘেরাও করা হবে বলে ঘোষণা করেন তিনি ৷
- বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
- ধর্মতলার মঞ্চে পৌঁছলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ স্লোগান দিয়ে তাঁকে অভ্যর্থনা জানালেন কর্মীরা ৷
- মঞ্চে বক্তব্য রাখছেন সায়নী ঘোষ ৷
- কালীঘাটের বাড়ি থেকে ধর্মতলার দিকে রওনা হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
- আরও পড়ুন:গান্ধি জয়ন্তীতে দিল্লি চলোর ডাক মমতার
- বক্তব্য রাখছেন ফিরহাদ হাকিম ৷ বললেন, "আজকের লড়াই ভারত বাঁচানোর লড়াই ৷" কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাতের ডাক দেন তিনি ৷ মণিপুরের ঘটনার তীব্র নিন্দা করেন তিনি ৷
- একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধী জোটকে আরও মজবুত করার বার্তা দিলেন শোভনদেব চট্টোপাধ্যায় ৷
- 12.25-এ একুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ হাত নেড়ে শুভেচ্ছা জানালেন সমর্থকদের ৷
- পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি, তাই এ বার তাঁর বদলে একুশে জুলাইয়ের সমাবেশের সঞ্চালক সুব্রত বক্সি ৷
- আরও পড়ুন:ছল ছল চোখে জেলের টিভিতেই তৃণমূলের মেগা ইভেন্ট দেখছেন 'হেভিওয়েট' পার্থ
- আগ্নেয়াস্ত্র, ভোজালি, মাদক-সহ পুলিশ স্টিকার লাগানো কালো গাড়িতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে গ্রেফতার ভুয়ো পুলিশ ।
21st July 2023 Highlights: একুশে জুলাইয়ে ধর্মতলায় জনস্রোত, কী বার্তা দিলেন মমতা-অভিষেক ? দেখে নিন একনজরে
তৃণমূলের শহিদ দিবস পালনকে ঘিরে জনসমুদ্র ধর্মতলায় ৷ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দিল্লি চলোর ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাওয়ের কর্মসুচির কথা ঘোষণা করেছেন অভিষেক ৷
আজ 21 জুলাই ৷ তৃণমূলের শহিদ দিবস পালনে ধর্মতলায় নেমেছে মানুষের ঢল ৷ ইতিমধ্যেই বিভিন্ন জেলা ও শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে ধর্মতলার মঞ্চের দিকে যাচ্ছেন দলীয় সমর্থকরা ৷ বেলা 12টা থেকে শুরু হয় মূল কর্মসুচি ৷ তার আগেই হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ৷ পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয়লাভের পর এ বার তৃণমূল কংগ্রেসের পাখির চোখ লোকসভা নির্বাচন ৷ এরই মধ্যে আবার কেন্দ্রের বিজেপি সরকারকে উৎখাত করতে সম্প্রতি বিরোধী দলগুলি 'ইন্ডিয়া' নামে জোট তৈরি করেছে ৷ এই পরিস্থিতিতে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী কর্মী-সমর্থকদের উদ্দেশে কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷