পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 1, 2021, 10:03 PM IST

ETV Bharat / state

2021-এর নির্বাচনের আগে আরও 2 কম্পানি আধাসেনা আসছে রাজ্যে

আগে থেকেই মোতায়েন ছিল 37 কম্পানি আধাসেনা ৷ এখন আরও দুই কম্পানি যুক্ত হওয়ায় সেই সংখ্যা বেড়ে দাঁড়াল 39 ৷ প্রতি কম্পানিতে থাকছেন 135 জন জওয়ান।

nabanna
nabanna

কলকাতা, 1 জানুয়ারি : 2021-এর বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে আসছে আরও দুই কম্পানি আধাসেনা । সূত্রের খবর, কলকাতা হেড কোয়ার্টারের নিউটাউন ক্যাম্পে আধাসেনা আসছে । তবে, এখনও পর্যন্ত ঘোষণা হয়নি বাংলার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ৷ নির্বাচনের দিন প্রকাশের আগেই রাজ্য আধাসেনা ৷

ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে । রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সরগরম বাংলা। চলছে দলবদলের 'খেলা'। রাজনৈতিক বাক-যুদ্ধ অব্যাহত। এসবের মধ্যেই নিয়ম করে রাজ্য সফর করছেন বিজেপির শীর্ষ নেতারা ৷ দফায় দফায় রাজ্য সফরে আসছেন অমিত শাহ, জেপি নাড্ডারা । এই পরিস্থিতিতে কিছুদিন আগে ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার সময় হামলার শিকার হন জেপি নাড্ডা ৷ হামলা চালানো হয় বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়ে । এই পরিস্থিতিতে নির্বাচনের আগে আধাসেনা মোতায়েন হওয়াটা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তাঁদের মতে, 2021-এর নির্বাচনে রাজনৈতিক সংঘর্ষ, হামলা রুখতে তৎপর কেন্দ্র। সেই কারণেই নির্বাচনের আগে রাজ্যে পর্যাপ্ত সেনা মোতায়েন করতে ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করা হয়েছে ৷ সেইমতো রাজ্যে আসতে চলেছে আরও দুই কম্পানি সিআরপিএফ জওয়ান । আগে থেকেই মোতায়েন ছিল 37 কম্পানি আধাসেনা ৷ এখন আরও দুই কম্পানি যুক্ত হওয়ায় সেই সংখ্যা বেড়ে দাঁড়াল 39 ৷ প্রতি কম্পানিতে থাকছেন 135 জন জওয়ান।

আরও পড়ুন : কাশ্মীরের মত রাজ্যের ক্ষেত্রেও সময়ের অপেক্ষায় কেন্দ্র : সায়ন্তন

2019 সালে লোকসভা নির্বাচনে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সহ প্রায় সমস্ত বিরোধী দল রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার অভিযোগ জানিয়েছে নির্বাচন কমিশনে ৷ অবাধ নির্বাচন করাতে তৎপর নির্বাচন কমিশনও ৷

ABOUT THE AUTHOR

...view details