এন্টালি, 20 মে : করোনা ত্রাসে জড়সড় রাজ্যবাসী ৷ এই পরিস্থিতির সুযোগ নিয়ে রমরমিয়ে টাকা কামাচ্ছে একদল অসাধু ব্যবসায়ী ৷ এবার রোগীদের জাল করোনা রিপোর্ট দেওয়ার ঘটনায় গ্রেফতার হল দু‘জন ৷ নিজেদের হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এন্টালি থানার পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, এন্টালি থানা এলাকার ঘটনা ৷ এন্টালি আবাসনে এক ব্যক্তির করোনায় মৃত্যু হয়। সেই ঘটনার পর পার্ক সার্কাসের একটি বেসরকারি ল্যাবে সংশ্লিষ্ট আবাসনের 21 জন আবাসিকের একসঙ্গে করোনা পরীক্ষা হয় ৷ অভিযোগ, সংশ্লিষ্ট ল্যাবের কর্মীরা তাঁদের নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়ার তিনদিন পর তাঁদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ আসে ৷ এরপরই তাঁদের মনে সন্দেহ দানা বাঁধে ৷ সন্দেহ হওয়ায় তাঁরা নিজেরাই অনলাইনে তাঁদের রিপোর্ট দেখেন ৷ দেখা যায় 2020 সালের ওআর কোড বেআইনি ভাবে ব্যবহার করা হয়েছে।