পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রিসার্চের গুরুত্বপূর্ণ ফাইল থাকা 2 টি ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার যুবক - পাটুলি থানা

অধ্যাপকের চুরি যাওয়া দুটি ল্যাপটপ উদ্ধার এন্টালিতে । গ্রেপ্তার এক যুবক ।

1 arrested
অভিযুক্ত

By

Published : Aug 11, 2020, 10:46 AM IST

Updated : Aug 11, 2020, 11:15 AM IST

কলকাতা, 11 অগাস্ট : ল্যাপটপে রাখা ছিল রিসার্চের গুরুত্বপূর্ণ সব ফাইল, অঙ্কের অনেক জটিল তথ্য । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমিরাটাস অধ্যাপকের দুটি ল্যাপটপে । সেই ল্যাপটপ দুটি লোপাট হয়ে যায় ওনার বাড়ি থেকে । এমনই অভিযোগে উঠেছিল । অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পাটুলি থানার পুলিশ । অবশেষে গতকাল পুলিশের জালে ধরা পড়ে ল্যাপটপ চোর ।

ধৃতের নাম নেপাল দাস । বয়স 19 । পূর্ব মেদিনীপুরের তাঁতিগড়িয়া এলাকার বাসিন্দা । পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে ল্যাপটপ চুরি নেপাল একা করেনি । তার সঙ্গে আরও এক জন ছিল । তার খোঁজ চালাচ্ছে পুলিশ ।

রিসার্চের ফাইল থাকা 2 টি ল্যাপটপ

পুলিশ সূত্রে জানা গেছে, 2 অগাস্ট চুরি যায় অধ্যাপকের দুটি ল্যাপটপ । তিনি পাটুলি থানা এলাকার বাইপাস টাউনশিপের তিন তলায় আই-167 নম্বর ফ্লাটে থাকেন । পাটুলি থানায় ল্যাপটপ চুরি যাওয়া নিয়ে অভিযোগ দায়ের করেন । তদন্ত শুরু করে । CCTV ফুটেজে এক সন্দেহভাজন যুবককে দেখতে পায় পুলিশ । অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর বিমল চন্দ্র দাস তেমনই এক যুবককে পাটুলি ফ্লোটিং মার্কেটের কাছে দেখতে পান । তাকে আটক করে থানায় নিয়ে আসেন । নেপালকে জিজ্ঞাসাবাদ করে ওই ল্যাপটপের হদিস মেলে । এন্টালী থানা এলাকায় তল্লাশি চালিয়ে দুটি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ ।

Last Updated : Aug 11, 2020, 11:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details