পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভেন্টিলেশনে থাকা কোরোনা আক্রান্তও সুস্থ, হাসপাতাল থেকে ছুটি 2 জনের - কোরোনা

10 ও 11 এপ্রিল দুই কোরোনা আক্রান্তকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল । সুস্থ হয়ে ওঠায় গতকাল তাঁদের ছুটি দেওয়া হয়েছে ।

corona
কোরোনা

By

Published : Apr 19, 2020, 8:31 AM IST

Updated : Apr 19, 2020, 12:36 PM IST

কলকাতা, 19 এপ্রিল: COVID-19-এ আক্রান্ত এক রোগীকে হাসপাতালের ভেন্টিলেটরে রাখতে হয়েছিল । অবশেষে, চিকিৎসকদের চেষ্টায় তিনি হারিয়ে দিলেন কোরোনাকে । সুস্থ হয়ে গতকালই হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। সল্টলেকে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। ওই হাসপাতাল থেকে গতকাল COVID-19-এ আক্রান্ত থাকা আরও একজনকে ছুটি দেওয়া হয়েছে ।

সূত্রের খবর, MR বাঙুর হাসপাতাল থেকে COVID-19-এ আক্রান্ত এই দুইজনকে সল্টলেকের বেসরকারি ওই হাসপাতালে পাঠানো হয়েছিল । এই দুইজনের মধ্যে একজন 44 বছর বয়সি। কলকাতার বাসিন্দা । 11 এপ্রিল সল্টলেকের ওই হাসপাতালে তাঁকে ভরতি করা হয় । সুস্থ হয়ে ওঠায় গতকাল তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে ।

অন্যজন বরানগরের বাসিন্দা । 66 বছর বয়সি এই প্রৌঢ়কে 10 এপ্রিল এই হাসপাতালে ভরতি করা হয়েছিল । হাসপাতালে ভরতি করার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । উদ্বেগ বাড়তে থাকে চিকিৎসকদের । জানা গেছে, রোগীর উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে । শ্বাসকষ্টের সমস্যা এতটাই বেড়ে গেছিল, যার জেরে তাঁকে ভেন্টিলেশনে রাখেন চিকিৎসকরা । অবশেষে চিকিৎসকদের চেষ্টায় তিনি সুস্থ হয়ে উঠেছেন । গতকাল সল্টলেকের ওই হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হয় ।

এদিকে গোটা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । সরকারি হিসাব অনুযায়ী, দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 14,792 । সুস্থ হয়ে উঠেছেন 2015 জন । মৃত্যু হয়েছে 488 জনের । শেষ পাওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 287 । সুস্থ হয়ে উঠেছেন 55 জন । মৃত্যু হয়েছে 10 জনের । ভেন্টিলেশনে থাকা কোরোনা আক্রান্তও সুস্থ হয়ে ওঠায় আশার আলো দেখতে পাচ্ছে চিকিৎসক মহলের একাংশ ।

Last Updated : Apr 19, 2020, 12:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details