কলকাতা, 7 এপ্রিল : যোধপুর পার্কে বৃদ্ধা খুনের কিনারা হল দু'দিনের মধ্যে। ঘটনায় গ্রেপ্তার দুই। নাম স্বপন মণ্ডল ও সঞ্জীব দাস। তাদের একজন বৃদ্ধার বাড়িতে মালির কাজ করে, অন্যজন ওই বাড়ির দারোয়ান। গতকাল কলকাতা পুলিশ গ্রেপ্তার করে তাদের। পুলিশ সূত্রে খবর, দু'জনেই খুনের কথা স্বীকার করে নিয়েছে। জানা যাচ্ছে, সম্পত্তির লোভেই এই খুন।
কলকাতার অভিজাত এলাকা হিসেবে পরিচিত যোধপুর পার্ক। ১৪১ নম্বর যোধপুর পার্কে থাকতেন শ্যামলী ঘোষ। একাই। বয়স ৭৫। বিয়ে করেননি। তাঁকে শেষ দেখা গেছিল মঙ্গলবার। অন্যদিনের মতো শুক্রবারও তাঁর ফ্ল্যাটে খবরের কাগজ দিতে যান পরিচিত হকার। দেখতে পান, কাগজ যেমন দিয়ে গেছিলেন তেমনই রয়েছে। শুরু করেন ডাকাডাকি। দরজা খোলেননি শ্যামলী। এবার ওই কাগজ বিক্রেতা ডাকেন প্রতিবেশীদের। তারস্বরে চিৎকারের পরেও দরজা না খোলায়, ভেঙে ফেলা হয় সেটি। দেখা যায়, খাটের উপর পড়ে রয়েছেন বৃদ্ধা। সংজ্ঞাহীন অবস্থায়। এরপরেই স্থানীয়রা খবর দেন লেক থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ। লেক থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্তকারী অফিসারের জহুরি চোখ বলে দেয়, এটি অস্বাভাবিক মৃত্যু নয়। কারণ মৃতের গলায় রয়েছে দাগ। বুকের ওপর চাপানো ছিল বালিশ।