পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

UP Man Dies by Suicide: বিয়ের 20 দিনের মধ্যে আত্মঘাতী 18 বছরের তরুণ!

বিয়ে হয়েছিল সবে 20 দিন । আর তার মধ্যেই 18 বছরের তরুণের দেহ উদ্ধার হল । ঠিকে কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ (Republic Day 2023 History significance of January 26) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 26, 2023, 9:44 AM IST

সুরাত, 27 জানুয়ারি: বিয়ের 20 দিনের মধ্যে 18 বছর বয়সি এক তরুণের মৃতদেহ উদ্ধার হল (18 year-old man dies by suicide days after love marriage)। পুলিশের প্রাথমিক অনুমান, তিনি আত্মহত্যা করেছেন । প্রদীপ কুমার নামে ওই তরুণের সুরাতের শিল্পতালুক এলাকায় । স্থানীয় একটি কারখানার শ্রমিক ছিলেন প্রদীপ। বুধবার তাঁর দেহ উদ্ধার হয় । পুলিশের প্রাথমিক অনুমান, তিনি আত্মহত্যা করেছেন। তবে এর নেপথ্যে অন্য কিছু আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে Republic Day 2023 History significance of January 26।

তাঁর স্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার বিকেল 5টা নাগাগদ কারখানা থেকে ফিরে আসেন প্রদীপ । এরপর বাড়ির কিছু জিনিস কিনতে যান। বাজার থেরকে ফিরে এসে স্ত্রীকে জানান, তাঁর শরীর ভালো নেই । রাতে কিছু খাবেন না । এরপর বুধবার সকালে স্ত্রী জানতে পারেন স্বামীর মৃত্যু হয়েছে ।গোটা ঘটনা নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে পুলিশ আধিকারিকদের মধ্যে । সে ব্যাপারে স্ত্রীর সঙ্গে কথা বলা হচ্ছে ।

তাছাড়া জানা গিয়েছে প্রদীপের স্ত্রী টিবি-তে আক্রান্ত । তাঁর চিকিৎসা চলছে । এরইমধ্যে গত দু'বছর ধরে এই দু'জনের মধ্যে প্রণয়ের সম্পর্ক তৈরি হয়। এরপরই বিয়ে করার সিদ্ধান্ত হয় । তবে একমাস কাটার আগেই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা । পুলিশ ইতিমধ্যেই প্রদীপের স্ত্রীর সঙ্গে কথা বলে কয়েকটি বিষয় জেনে নেওয়ার চেষ্টা করেছে । পাশাপাশি সহকর্মীদের সঙ্গেও কথা বলা হচ্ছে। প্রদীপের কোনও আর্থিক সমস্যা ঠিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গত কয়েকদিনের মধ্য়ে তাঁর আচরণে কোনও পরিবর্তন এসেছিল কি না সেটাও দেখা হচ্ছে ।

জানা গিয়েছে প্রদীপের আদতে বিহারের বাসিন্দা । কৃষক পরিবারের ছেলে প্রদীপ কর্মসূত্রে আসেন গুজরাতে । তিনিই পরিবারের একমাত্র রোজগেরে। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছে পুলিশ । ঠিক কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে । বেশ কয়েকটি সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর ।

আরও পড়ুন: 74তম সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details