পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Eden Gardens Tickets Scam: ইডেনে বিশ্বকাপ টিকিটের কালোবাজারির ঘটনায় গ্রেফতার 16 জন, উদ্ধার 98টি টিকিট

ICC Cricket World Cup Tickets Black Marketing at Eden Gardens: ইডেন গার্ডেন্সে রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের কালোবাজারির মামলায় নতুন করে 9 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ সব মিলিয়ে গ্রেফতারির সংখ্যা 16 বলে জানা গিয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 4:52 PM IST

কলকাতা, 4 নভেম্বর: আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে ৷ আর সেই সুযোগে শুরু হয়েছে টিকিটের দেদার কালোবাজারি ৷ এর তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট 16 জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ ৷ গতকাল পর্যন্তএই গ্রেফতারির সংখ্যাটা ছিল 7 ৷ আজ আরও 9 জনকে কলকাতার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার আধিকারিকরা গ্রেফতার করেছেন ৷ সেই অভিযানে প্রচুর পরিমাণে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা ৷

পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত লালবাজারের অভিযানে রবিবারের ম্যাচের মোট 98টি টিকিট পাওয়া গিয়েছে ৷ জানা গিয়েছে, পরবর্তী সময়ে উদ্ধার হওয়া টিকিটগুলির অধিকাংশ 900 টাকার ৷ যেগুলির এক একটি প্রায় 8 হাজার টাকা দরে বিক্রি করা হচ্ছিল ৷ বিশ্বকাপের টিকিটের কালোবাজারির ঘটনায় মোট 16টি এফআইআর দায়ের করা হয়েছে ৷ জানা গিয়েছে, ধৃতদের মধ্যে শুভদীপ ভট্টাচার্য, সুমন সরদার এবং সন্দীপন লাহা এই তিনজন অন্যতম মাথা ৷ এদের জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকি মাথাদের খোঁজ শুরু করেছে লালবাজার ৷

আজ ময়দান থানায় টিকিট বিক্রির অনলাইন সংস্থার আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ অনলাইনে টিকিট বিক্রির প্রক্রিয়া ও তার উপর নজরদারির বিষয়গুলি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ সেই সঙ্গে গতকাল থেকে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে তিনবার নোটিশ দিয়েছে লালবাজার ৷ সূত্রের খবর, আজ অবশেষে সিএবি-র কয়েকজন কর্তা ময়দান থানায় গিয়েছেন ৷ তদন্তকারীরা তাঁদের থেকে টিকিটের কালোবাজারি নিয়ে বেশ কিছু প্রশ্ন করতে চায় ৷

আরও পড়ুন:'বুক মাই শো' আধিকারিকদের জিজ্ঞাসাবাদ, বিশ্বকাপের টিকিট কেলেঙ্কারিতে ইডেনে বিক্ষোভ কংগ্রেসের

মূলত, কীভাবে বিশ্বকাপের ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কালোবাজারি চক্রের হাতে গেল ? টিকিট বণ্টন কোন পদ্ধতিতে হয় ? টিকিটের চাহিদা সম্পর্কে কি সিএবি কর্তারা আগাম কিছুই জানতেন না ? যদি জেনে থাকেন, তাহলে কেন আগাম পদক্ষেপ নিলেন না আধিকারিকরা ? এই প্রশ্নের উত্তরগুলি জানতে চাইছেন লালবাজারের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা ৷

ABOUT THE AUTHOR

...view details