কলকাতা, 4 নভেম্বর: আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে ৷ আর সেই সুযোগে শুরু হয়েছে টিকিটের দেদার কালোবাজারি ৷ এর তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট 16 জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ ৷ গতকাল পর্যন্তএই গ্রেফতারির সংখ্যাটা ছিল 7 ৷ আজ আরও 9 জনকে কলকাতার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার আধিকারিকরা গ্রেফতার করেছেন ৷ সেই অভিযানে প্রচুর পরিমাণে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা ৷
পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত লালবাজারের অভিযানে রবিবারের ম্যাচের মোট 98টি টিকিট পাওয়া গিয়েছে ৷ জানা গিয়েছে, পরবর্তী সময়ে উদ্ধার হওয়া টিকিটগুলির অধিকাংশ 900 টাকার ৷ যেগুলির এক একটি প্রায় 8 হাজার টাকা দরে বিক্রি করা হচ্ছিল ৷ বিশ্বকাপের টিকিটের কালোবাজারির ঘটনায় মোট 16টি এফআইআর দায়ের করা হয়েছে ৷ জানা গিয়েছে, ধৃতদের মধ্যে শুভদীপ ভট্টাচার্য, সুমন সরদার এবং সন্দীপন লাহা এই তিনজন অন্যতম মাথা ৷ এদের জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকি মাথাদের খোঁজ শুরু করেছে লালবাজার ৷