কলকাতা, 1 নভেম্বর: শহরের ভিভিআইপিদের জন্য এ বার যাত্রাপথে অটোম্যাটিক সিগনালিং ব্যবস্থা চালু করছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ ৷ ভিভিআইপি-দের 15 জনের একটি তালিকা তৈরি করা হয়েছে ৷ এই তালিকায় থাকা ব্যক্তিরা শহরের রাস্তায় যাতায়াতের পথে প্রয়োজন (Green signal on demand) মনে করলে সবুজ সিগন্যালের (Green Signal for VVIPs) জন্য দরবার করতে পারেন ৷ তাঁদের কথা মতো সবুজ বাতি জ্বালিয়ে দেবে কলকাতা ট্র্যাফিক বিভাগ ৷
ভিভিআইপি-দের তালিকায় কারা ?
লালবাজার সুত্রে খবর, কলকাতার রাস্তায় ভিভিআইপি-দের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বিশিষ্ট্য 15 জনের জন্য ৷ জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হাইকোর্টের প্রধান বিচারপতি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য পুলিশের ডিজি, মুখ্যসচিব, কলকাতা পুলিশের নগরপাল এবং কলকাতা পৌরনিগমের মেয়রকে এই তালিকায় রাখা হয়েছে ৷ এ ছাড়াও আছেন বিধানসভার অধ্যক্ষ ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তালিকায় রাজ্যের এক প্রাক্তন আমলারও নাম রয়েছে, যিনি এই মুহূর্তে অবসর নেওয়ার পরও মুখ্যমন্ত্রীর পরামর্শদাতার দায়িত্বে রয়েছেন ।
কেন এই ব্যবস্থা ?
জানা গিয়েছে, ভিভিআইপি-দের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং যানজট নিয়ন্ত্রণ করতেই সবুজ বাতিকে হাতিয়ার করেছে লালবাজার । অফিস টাইমে ভিভিআইপি-দের যাতায়াতের জন্য যাতে অন্যান্য যাত্রীদের কোনও অসুবিধা না হয়, সেটা নিশ্চিত করাও এই উদ্যোগ নেওয়ার অন্যতম কারণ ৷ এ ছাড়াও এর মাধ্যমে যানজট থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে চাইছে কলকাতা ট্র্যাফিক বিভাগ ৷
আরও পড়ুন:শহরে বসতে চলেছে 170 হাইটেক সিসিটিভি ক্যামেরা
তবে কি ভিভিআইপি-দের জন্য হচ্ছে গ্রিন করিডর ?
নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন যে, শহরে এই 15 জন ভিভিআইপির জন্য গ্রিন করিডর করা হচ্ছে, এই কথাটি ঠিক নয় । তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই লালবাজারে তরফে 15 জনের একটি তালিকা তৈরি করা হয়েছে ৷ এই 15 জন যখন যেখান দিয়ে যাতায়াত করবেন, সেখানে তাঁরা যদি গ্রিন সিগন্যালের প্রয়োজনীয়তা অনুভব করেন, তাহলে পুলিশকে তা জানাবেন ৷ আর তখনই তাঁদের যাতায়াতের রাস্তায় সবুজ সিগন্যাল দেওয়া হবে ।
শহরের রাস্তায় 15 ভিভিআইপি চাইলেই পাবেন সবুজ সিগন্যাল, তালিকায় কারা ? এই বিষয়ে কলকাতা পুলিশের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা এক পুলিশ আধিকারিক জানান, যদিও মুখ্যমন্ত্রী কোনও বাড়তি সুযোগ-সুবিধা নিতে চান না ৷ কিন্তু এই ভিভিআইপিদের গতিবিধিকে আরও সুরক্ষিত করতেই এই অটোম্যাটিক সিগনালিং ব্যবস্থা আরও কার্যকর করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । খুব শিগগিরই চালু হতে চলেছে এই ব্যবস্থা ৷