কলকাতা, 20 জানুয়ারি : তৃতীয় দিনেও এরাজ্যে ভ্যাকসিনেশনের হার পৌঁছাতে পারল না 100 শতাংশে । মঙ্গলবার এরাজ্যে ভ্যাকসিনেশনের তৃতীয় দিনে 13,693 জনকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে ।
আপৎকালীন পরিস্থিতিতে ব্যবহারের জন্য গত 16 জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে ভ্যাকসিনেশন । প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের দেওয়া হচ্ছে এই ভ্যাকসিন । এদেশে কোভিশিল্ড এবং কোভ্যাকসিন দেওয়া হচ্ছে। প্রথম দিনে এ রাজ্যে 15,707 জনকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছিল । এরপর গত 18 জানুয়ারি অর্থাৎ দ্বিতীয় দিনে 14,110 জনকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে ।
রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেছেন, "19 জানুয়ারি রাজ্যে ভ্যাকসিনেশনের তৃতীয় দিনেও সফলভাবে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। তৃতীয় দিনে 200টি সেন্টারে 13,693 জনকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে।" পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে চারদিন দেওয়া হবে ভ্যাকসিন । এ রাজ্যে এর পর আগামী শুক্রবার আবার ভ্যাকসিন দেওয়া হবে ।
আরও পড়ুন : দ্বিতীয় দিনে রাজ্যে কমল ভ্যাকসিনেশনের হার, সংশয়ে ভবিষ্যৎ
এদিকে রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এ রাজ্যে কোরোনা ভ্যাকসিনেশনের তৃতীয় দিনে কোউইন পোর্টাল তুলনামূলকভাবে একটু ভালো কাজ করেছে । তবে, কিছু সমস্যা থেকে গিয়েছে । যেমন ভ্যাকসিন প্রাপকদের কাছে দেরি করে এসএমএস পৌঁছাচ্ছে। এর ফলে অনেক প্রাপক সেন্টারে পৌঁছতে পারছেন না । যার জেরে পরিকল্পনা অনুযায়ী ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রায় পৌঁছানোর ক্ষেত্রেও সমস্যা দেখা দিচ্ছে।