পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে একদিনে কোরোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল হাজার - corona situation of West bengal

24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 27 জনের । যা নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 854-এ ।

ফাইল ফোটো
ফাইল ফোটো

By

Published : Jul 9, 2020, 8:14 PM IST

Updated : Jul 9, 2020, 11:01 PM IST

কলকাতা, 9 জুলাই : গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনা সংক্রমিত হয়েছে 1088 জন । একদিনে আক্রান্তের নিরিখে এটিই সর্বোচ্চ । মৃত্যু হয়েছে 27 জনের । যা নিয়ে রাজ্যে মোট মৃত্যু দাঁড়াল 854-এ ।

গতকাল পর্যন্ত রাজ্যে কোরোনায় 827 জনের মৃত্যু হয়েছিল । আজ 27 জনের মৃত্যু হওয়ায়, সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 854 । গত 24 ঘণ্টায় 1088 জনের শরীরে কোরোনা ভাইরাসের খোঁজ মিলেছে । এ নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হল 25 হাজার 911 । গতকাল পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 24 হাজার 823 । আজ 535 জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন । এ নিয়ে রাজ্যে মোট 16 হাজার 826 জন সুস্থ হয়ে উঠলেন । রাজ্যে সুস্থতার হার 64.93 শতাংশ । গত 24 ঘণ্টায় আংশিক কমেছে সুস্থতার হার ।

রাজ্যে গতকাল পর্যন্ত 5 লাখ 72 হাজার 523 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । আজ 10 হাজার 805 জনের নমুনা পরীক্ষা করা হয় । এ পর্যন্ত মোট 5 লাখ 83 হাজার 328 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । প্রতি 10 লাখে 6 হাজার 481 জনের পরীক্ষা হয়েছে । নমুনা পরীক্ষার পর বর্তমানে কোরোনা আক্রান্তের হার বেড়েছে । যার পরিমাণ 4.44 শতাংশ । এই মুহূর্তে রাজ্যে নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্য়া 52 । এই সপ্তাহে নতুন করে একটি ল্যাবরেটরি যুক্ত হয়েছে । পাশাপাশি একটি ল্যাবরেটরি এখনও অনুমোদন পায়নি ।

বর্তমানে, রাজ্যে সরকারি কোয়ারানটিন সেন্টারের সংখ্য়া 582 । এই মুহূর্তে সেখানে 5 হাজার 90 জন রয়েছেন । এ পর্যন্ত সরকারি কোয়ারানটিন থেকে ছাড়া পেয়েছেন এক লাখ 95 জন । এখনও পর্যন্ত হোম কোয়ারানটিনে মোট 3 লাখ 43 হাজার 725 জন রয়েছেন । এই মুহূর্তে হোম কোয়ারানটিনে রয়েছেন 34 হাজার 595 জন । ছাড়া পেয়েছেন 3 লাখ 9 হাজার 130 জন । ভিনরাজ্য থেকে যাঁরা ফিরছেন, তাঁদের জন্য এই মুহূর্তে রাজ্যে 2 হাজার 172 টি কোয়ারানটিন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে । বর্তমানে সেখানে 9 হাজার 173 জন রয়েছে । ছাড়া পেয়েছে 2 লাখ 64 হাজার 418 জন ।

এই মুহূর্তে রাজ্যে কোরোনা হাসপাতালের সংখ্যা 80 । এর মধ্যে 26 টি সরকারি ও 54 টি বেসরকারি । কোরোনা হাসপাতালগুলিতে মোট শয্য়ার সংখ্যা 10 হাজার 658 । ICU যুক্ত শয্যার সংখ্যা 948 । এই মুহূর্তে হাসপাতালগুলিতে মোট ভেন্টিলেটরের সংখ্য়া 395 ।

Last Updated : Jul 9, 2020, 11:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details