পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চতুর্থ দফায় 100 শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী - LS

থাকবে মোট 580 কম্পানি বাহিনী। পাশাপাশি কুইক রেসপন্স টিমের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।

কেন্দ্রীয় বাহিনী

By

Published : Apr 25, 2019, 7:33 PM IST

Updated : Apr 25, 2019, 10:55 PM IST

কলকাতা, 25 এপ্রিল : চতুর্থ দফায় 100 শতাংশ বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। থাকবে মোট 580 কম্পানি বাহিনী। পাশাপাশি কুইক রেসপন্স টিমের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।

ইতিমধ্যেই রাজ্যে তিনটি দফার নির্বাচন হয়ে গেছে । লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই রাজ্যে 10 কম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল। প্রথম দফার নির্বাচন ছিল কোচবিহার ও আলিপুরদুয়ারে । এই নির্বাচনের জন্য ঝাড়খণ্ড থেকে 10 কম্পানি কেন্দ্রীয় বাহিনী আসে । পরে রাজ্য সরকারের আপত্তি সত্ত্বেও জঙ্গলমহল থেকে আরও 29 কম্পানি কেন্দ্রীয় বাহিনী সরিয়ে আনা হয়। এবং তারপর ঝাড়খণ্ডের মাওবাদী অধ্যুষিত এলাকা থেকে 10 কম্পানি কেন্দ্রীয় বাহিনী আনা হয় । প্রথম দফায় মোট 49 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল ।

প্রথম দফার মতোই দ্বিতীয় দফায় দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জের ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল না । প্রাথমিকভাবে ঠিক ছিল, 194 কম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হবে। শেষপর্যন্ত 179 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় ।

তৃতীয় দফার নির্বাচনে রাজ্যে 324 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল । রাজ্যে 92 শতাংশ বুথে ছিল কেন্দ্রীয় বাহিনী । বালুরঘাট, মালদা-উত্তর, মালদা-দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ এই পাঁচটি কেন্দ্রে ছিল কেন্দ্রীয় বাহিনী ।

এবার চতুর্থ দফার ভোটে পুরো 100 শতাংশ বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী । নিরাপত্তার কোনওরকম খামতি রাখতে চাইছে না কমিশন । তারই অঙ্গ হিসেবে এবার সব বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী ।

Last Updated : Apr 25, 2019, 10:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details