কালিম্পং, 26 সেপ্টেম্বর: টানা বৃষ্টির জেরে ধসে ক্ষতিগ্রস্ত হওয়া জাতীয় সড়ক নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন ও রাজ্য সরকার। কবে জাতীয় সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে তা নিয়ে সংশয়ে জেলা প্রশাসন। ধসে ক্ষতিগ্রস্ত জাতীয় সড়ক মেরামতের জন্য মাটি দিয়ে ভরাট করলেও সেই মাটি তলিয়ে যাচ্ছে খরস্রোতা তিস্তায়। আর এতেই বিপাকে পরতে হচ্ছে পূর্ত দফতরকে। মঙ্গলবার এমনই অভিযোগ জানিয়েছেন পূর্ত আধিকারিক সুধাংশু সরকার ৷
গত তিন দিন ধরে জাতীয় সড়ক মেরামতের কাজ শুরু করেছে রাজ্যের পূর্ত বিভাগ ও জেলা প্রশাসন। কিন্তু তাতে কোনও সুরাহা হচ্ছে না বলে অভিযোগ। অন্যদিকে, ওই বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ কোনওভাবে সহযোগিতা করছে না বলে অভিযোগ উঠেছে। পাহাড়ের জাতীয় সড়ক মেরামত ও সংস্কারের অত্যাধুনিক প্রযুক্তি না থাকার কারণে আরও বেশি সমস্যায় পরেছে পূর্ত বিভাগ।
পূর্ত আধিকারিক সুধাংশু সরকার বলেন, "তিস্তার জলের স্রোতে কোনওভাবেই বাঁধ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে নীচে বাঁধ দিয়ে চেষ্টা করা হবে মেরামতের। এর আগেও এই সমস্যার কথা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ছবি দিয়ে জানানো হয়েছিল। কিন্তু লাভ হয়নি। এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে ৷ বিষয়টি সিকিম হাইকোর্ট পর্যন্ত গিয়েছে ৷ সকলেই এই বিষয়ে বলেছে ৷ কিন্তু এনএসপিসি কাজ করছে না ৷"