পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NDRF-এর তল্লাশিতে মিলল বাবা-মা ও ছেলের দেহ, এখনও নিখোঁজ চালক - teesta accident

শনিবার সকাল থেকে শুরু হয় ফের তল্লাশি । NDRF - এর সদস্যরা গাড়িটি উদ্ধার করেন । কালিম্পং জেলা পুলিশের তিস্তা চেকপোস্টের OC লাকপা ভুটিয়া জানান, গাড়ির ভেতর থেকে মেলে চন্দন রাই, তাঁর স্ত্রী তুলসী রাই ও তাঁদের 19 বছরের ছেলে সরগমের দেহ । তবে চালকের দেহ গাড়িতে মেলেনি ।

teesta accident
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি

By

Published : Jan 25, 2020, 8:44 PM IST

কালিম্পং, 25 জানুয়ারি : দুর্ঘটনাগ্রস্ত গাড়ির হদিশ মিলল তিস্তায় । গাড়ির মধ্যেই মিলল বাবা-মা ও ছেলের দেহ । তবে গাড়ির চালক এখনও নিখোঁজ । চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে NDRF ৷

শুক্রবার সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় উলটে যায় একটি অলটো গাড়ি । দুর্ঘটনাটি ঘটে কালিম্পঙের 27 মাইলের কাছে লিকুভিড়ে ৷ গাড়িতে ছিল একই পরিবারের চার সদস্য ও চালক । গতকাল বেলা 11 টা নাগাদ ঘটে দুর্ঘটনাটি ৷পরে তিস্তায় এক কিশোরীর দেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন । পরে ব়্যাফ্টিং দলের সদস্যরা কিশোরীর দেহ উদ্ধার করেন ৷ পুলিশ জানিয়েছে, কিশোরীর নাম সাক্ষী রাই (14) ৷ বাকিদের খোঁজে তল্লাশি চললেও শুক্রবার রাত পর্যন্ত হদিশ মেলেনি তাঁদের । গাড়িটিকেও খুঁজে পাওয়া যায়নি ।

নদী থেকে তোলা হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি

এরপর NDRF-কে তলব করে পুলিশ । শনিবার সকাল থেকে শুরু হয় ফের তল্লাশি । NDRF - এর সদস্যরা গাড়িটি উদ্ধার করেন । কালিম্পং জেলা পুলিশের তিস্তা চেকপোস্টের OC লাকপা ভুটিয়া জানান, গাড়ির ভেতর থেকে মেলে চন্দন রাই, তাঁর স্ত্রী তুলসী রাই ও তাঁদের 19 বছরের ছেলে সরগমের দেহ । তবে চালকের দেহ গাড়িতে মেলেনি ।

গাড়ির মধ্যে থেকেই উদ্ধার তিন মৃতদেহ

দার্জিলিঙের রাজবাড়ি বস্তিতে পৈত্রিক বাড়ি চন্দন রাই-য়ের ৷ কিন্তু কর্মসূত্রে সিকিমের ইন্দিরা বাইপাসে স্বপরিবারে থাকতেন তিনি । সেনাবহিনীর চতুর্থ শ্রেণির কর্মী ছিলেন চন্দন । শনিবার এক অনুষ্ঠানে যোগ দিতে গাড়ি নিয়ে ডুয়ার্সের বীরপাড়া যাচ্ছিলেন । তখন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় উলটে যায় ৷ শনিবার দেহগুলি উদ্ধারের পর কালিম্পং জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।

ABOUT THE AUTHOR

...view details