পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Election in Hills: পাহাড়ের পঞ্চায়েত লড়াইয়ে জোট সমীকরণের প্রস্তুতি শুরু; দারুণ ফলের আশায় তৃণমূল ও বিজেপি

অনিত থাপার সঙ্গে জোট করে পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের ইঙ্গিত দিল তৃণমূল কংগ্রেস ৷ জোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপিও । এ দিকে, উত্তরবঙ্গে তৃণমূল দারুণ ফল করবে বলে দাবি করেছেন গৌতম দেব ৷

Panchayat Election in Hills
Panchayat Election in Hills

By

Published : Jun 9, 2023, 7:30 PM IST

পাহাড়ের পঞ্চায়েত লড়াইয়ে জোট সমীকরণের প্রস্তুতি শুরু

কালিম্পং, 9 জুন: পঞ্চায়েত ভোটের দামামা বাজতেই পাহাড়ে শুরু হয়ে গিয়েছে জোটের সমীকরণ ৷ শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি ইতিমধ্যেই জোটের প্রস্তুতিতে মনোযোগ দিয়েছে ৷ পাহাড়ী দলগুলিকে পাশে নিয়ে পঞ্চায়েতে শেষ হাসি হাসতে চাইছে দু পক্ষ ৷ তারা উভয়েই পাহাড়ে ভালো ফলের ব্যাপারে আশাবাদী ৷

বৃহস্পতিবার নয়া রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা ঘোষণা করেছেন যে, আগামী 8 জুলাই গোটা রাজ্যের পাশাপাশি পাহাড়েও হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন ৷ পাহাড়ে দ্বিস্তরীয় নির্বাচনের ঘোষণা হতেই লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি ৷ পাহাড়ের দুই জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে যে কোনও দলই এককভাবে লড়াই করবে না, তা এক প্রকার পরিস্কার । রাজ্যের শাসকদলের পাহাড়ে সেই ক্ষমতা নেই যে তারা পঞ্চায়েত নির্বাচনে এককভাবে লড়াই করবে । তৃণমূল কংগ্রেস অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সঙ্গে গাঁটছড়া বেঁধে পঞ্চায়েতে লড়বে বলে মনে করা হচ্ছে ৷

শুক্রবার সেই ইঙ্গিতই দিয়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব । শুক্রবার কালিম্পংয়ে এক সরকারি অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, "পাহাড়ে দুই দশক পর নির্বাচন হচ্ছে । পাহাড়ের আরও উন্নয়ন হবে । অনিত থাপার দলের সঙ্গে আমাদের সখ্যতা রয়েছে । জোট বা অন্য কোন পথে লড়াই হবে তা হাইকমান্ড ঠিক করবে ।" তবে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস দারুণ ফল করবে বলে আত্মবিশ্বাসী গৌতম দেব ৷

আরও পড়ুন:পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার জন্য দেওয়া সময় পর্যাপ্ত নয়, সাফ জানাল হাইকোর্ট

অন্যদিকে, জোট বাঁধছে বিজেপিও ৷ গোর্খা জনমুক্তি মোর্চা, হামরো পার্টি ও জিএনএলএফ-এর সঙ্গে একজোট হয়ে গেরুয়া শিবির পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে । নির্বাচন নিয়ে রাজ্যের শাসকদলকে একহাত নিয়েছেন বিজেপির হিল সভাপতি কল্যাণ দেওয়ান । তিনি বলেন, "এইভাবে নির্বাচন ঘোষণা করাটা একটা ষড়যন্ত্র । তবে আমরা লড়াই করব । আমাদের জোট-সঙ্গীদের নিয়েই লড়াই হবে ।"

এ দিন কালিম্পংয়ের শিশু সুরক্ষা কমিশনের তরফে আয়োজিত ওই অনুষ্ঠানে গৌতম দেব ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী, কালিম্পংয়ের বিধায়ক রুদেন লেপচা-সহ আরও অনেকে ৷

ABOUT THE AUTHOR

...view details