পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শীঘ্রই সামনে আসছি, ভিডিয়ো বার্তা গুরুঙের

রাজ্য সরকারের জন্যই তিনি ঘরছাড়া হয়েছেন। জানান তিনি।

বিমল গুরুং

By

Published : Mar 22, 2019, 4:00 AM IST

দার্জিলিং, 22 মার্চ : রাজ্য সরকারের জন্যই তিনি ঘরছাড়া হয়েছেন। এই ভোট একটা বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগাতে হবে পাহাড়ের মানুষকে। খুব তাড়াতাড়িই পাহাড়ে ফিরবেন। গতকাল এক ভিডিয়োবার্তায় একথা বলেন বিমল গুরুং।

গতকাল সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ভিডিয়োটি। যেখানে নেপালি ভাষায় বার্তা দিয়েছেন বিমল গুরুং। বিনয় তামাং-অনিত থাপাকে আক্রমণ করেন তিনি। ভিডিয়ো বার্তায় তিনি বলেন, GNLF-এর সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার জোট স্বার্থহীন। লোকসভা ভোট একটি বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগাতে পাহাড় ও তরাইয়ের মানুষের কাছে আবেদন করেন তিনি। একই সঙ্গে সবাইকে একসঙ্গে জোট বেঁধে সতর্কভাবে কাজ করার আবেদনও জানান।

যদিও বিমলের এই ভিডিয়োকে পাত্তা দিতে নারাজ বিনয়পন্থী শিবির। তাদের বক্তব্য, এর আগেও বিমল শীঘ্রই পাহাড়ে ফিরবেন বলে জানিয়েছিলেন। আসলে এটা BJP-র হাতকে শক্ত করতে ও তৃণমূল-মোর্চার জোটের বিরুদ্ধে বিমলের প্রচার। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় পালিয়ে থেকে ভোটের আগে অনুগামীদের উৎসাহ বাড়াতে এই কৌশল নিয়েছেন গুরুং। তাতে কাজ হবে না।

ABOUT THE AUTHOR

...view details