কালিম্পং, ৩ মে : বিভিন্ন প্রতিকূলতাকে তুচ্ছ করে দিনের পর দিন প্রত্যন্ত এলাকায় চ্যালেঞ্জ নিয়ে কাজ করে চলেছে ভারতীয় সেনা । সিকিমের ইন্দো-চিন সীমান্ত নাথু-লা সহ দুর্গম ও প্রত্যন্ত এলাকা পরিদর্শন করে এই বিষয়ে অবহিত হলেন চিনসহ ২৯টি দেশের ৪২ জন সেনাবাহিনীর প্রতিনিধি ।
ভারতীয় সেনার সাহসিকতায় মুগ্ধ ২৯ দেশের ৪২ সামরিক প্রতিনিধি - army
করমর্দন থেকে আলিঙ্গন, সৌজন্য বিনিময় হল সবই । ভারতীয় সেনার উদ্যোগে সিকিমের ইন্দো-চিন সীমান্ত নাথু-লা সহ দুর্গম ও প্রত্যন্ত এলাকা পরিদর্শন করে খুশি চিনসহ ২৯টি দেশের ৪২ জন সেনাবাহিনীর প্রতিনিধিরা ।
করমর্দন থেকে আলিঙ্গন, সৌজন্য বিনিময় হল সবই । ভারতীয় সেনার উদ্যোগে এই ধরনের পরিচিতি ভ্রমণে খুশি প্রতিনিধিরা । নাথু-লা পাস ছাড়াও ছাঙ্গু লেক, বনঝাকারি জলপ্রপাত, হিমালয় জ়ুওলজিকাল পার্কসহ আকর্ষণীয়, ঐতিহ্য ও সাংস্কৃতিক স্থানগুলি পরিদর্শন করেন তাঁরা ।
১ মে থেকে ২ মে পর্যন্ত দু'দিনের এই কর্মসূচির ভূয়সি প্রশংসাও করেছেন উপস্থিত সামরিক প্রতিনিধিরা । তাঁদের বিভিন্ন বিষয়ে অবহিত করান ভারতীয় সেনাবাহিনীর ব্ল্যাক ক্যাট ডিভিশনের GOC । চিনের পিপলস আর্মির মেজর জেনেরাল ইউ হিবো এই প্রতিনিধি দলে ছিলেন । সবাই ভারতীয় সেনার চ্যালেঞ্জ ও সাহসিকতায় মুগ্ধ হন ।