কালিম্পং, 16 এপ্রিল : কোরোনামুক্ত কালিম্পং । আজ ঘোষণা করলেন GTA-র চেয়ারম্যান অনিত থাপা । তবে দার্জিলিং ও কালিম্পঙের জন্য কোরোনা পরীক্ষার আলাদা ল্যাবরেটরি চাইছেন তাঁরা ৷ আজ অনিত থাপা এক বিবৃতিতে বলেন, "কয়েক দিন আগেও সিকিমে কোরোনা পরীক্ষার ল্যাবরেটরি ছিল না । দার্জিলিং পাহাড় অর্থাৎ GTA এলাকার মতোই সিকিমও কোরোনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের উপর নির্ভরশীল ছিল । কিন্তু এখন সিকিমে কোরোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে ।" তেমনই GTA এলাকার জন্য পৃথক কোরোনা পরীক্ষার ব্যবস্থা করতে দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তার কাছে আবেদন করেন তিনি । বলেন, "দার্জিলিং এবং কালিম্পঙে এই ধরনের পরীক্ষা হলে কোরোনা মোকাবিলায় আরও গতি আসবে ।"
কোরোনামুক্ত কালিম্পং, ঘোষণা GTA চেয়ারম্যানের
দু'দফায় কোয়ারান্টাইন সেন্টার থেকে ছাড়া পেয়েছেন মোট 41জন ৷ তাই আজ কালিম্পংকে কোরোনামুক্ত ঘোষণা করলেন GTA চেয়ারম্যান অনিত থাপা ৷
আজ কালিম্পং শহরে দু'টি কোয়ারান্টাইন সেন্টার থেকে 41 জনকে ছেড়ে দেওয়া হয় । এবিষয়ে অনিত থাপা বলেন, "ওই 41 জনের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি (VRDL) থেকে প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ আসায় তাঁদের কোয়ারান্টাইন সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয় । এই 41 জন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোরোনায় মৃত মহিলার সংস্পর্শে আসেন । এজন্যই তাঁদের কোয়ারান্টাইনে রাখা হয়েছিল । এর আগেও এক চিকিৎসক-সহ নয় জনের রিপোর্ট নেগেটিভ আসায় কোয়ারান্টাইন সেন্টার থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয় ।"
অনিত থাপা বলেন, কোরোনা আক্রান্ত হয়ে কালিম্পঙের এক মহিলার মৃত্যুর পর পাহাড়ে কোরোনা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে । কালিম্পং থেকেই কোরোনার বিরুদ্ধে লড়াই চালানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন তিনি । দু' দফায় 41জন কোয়ারান্টাইন সেন্টার থেকে ছাড়া পাওয়ার পর কালিম্পংকে তিনি কোরোনামুক্ত বলে ঘোষণা করেন ।