পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jhargram Tea Seller: চা বিক্রি করে সংসার চলছে পঞ্চায়েত সহ-সভাপতির! দুর্নীতির ভিড়ে ব্যতিক্রমী ঝাড়গ্রামের সুবোধ টুডু

ঝাড়গ্রামে চায়ের দোকান আছে সুবোধের ৷ এদিকে এই চা-দোকানিই ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের পঞ্চায়েতে সমিতির সহ-সভাপতি ৷ জনপ্রতিনিধি হলেও চা, তেলেভাজা বিক্রি ছাড়েননি ৷ চায়ের দোকান থেকে যা রোজগার হয়, তাই দিয়ে সংসার চালান সুবোধ টুডু ৷

ETV Bharat
সুবোধ টুডুর চায়ের দোকান

By

Published : May 24, 2023, 7:40 PM IST

ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের পঞ্চায়েতে সমিতির সহ-সভাপতি সুবোধ টুডুর চায়ের দোকান

ঝাড়গ্রাম, 24 মে: চায়ের দোকানি চা তৈরি করছেন ৷ নিজের হাতে চা দিয়ে আসছেন খরিদ্দারের হাতে ৷ এতে নতুন কিছু নেই ৷ তবে এই চা-দোকানির আরও একটা পরিচয় আছে ৷ তিনি ঝাড়গ্রামের তৃণমূল নেতা সুবোধ টুডু ৷ বছর বিয়াল্লিশের এই নেতা ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ৷ জনপ্রতিনিধি হিসেবে একটি গুরুত্বপূর্ণ পদে থেকেও আর দশজন সাধারণের মতো চা বিক্রি করে সংসার চালান সুবোধ ৷

এ প্রসঙ্গে তিনি বলেন, "রাজনীতি আমার নেশা, চা বিক্রি করা আমার পেশা" ৷ জীবনের এই মূল মন্ত্রকে হাতিয়ার করেই শাসকদলের জনপ্রতিনিধির বড় আসনে থেকেও চা বিক্রি করেই জীবনযাপন করছেন তিনি ৷ চারদিকে যখন বহু জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে, সেই সময় ঝাড়গ্রামের সুবোধ টুডু ব্যতিক্রমী ৷

ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের পঞ্চায়েতে সমিতির সহ সভাপতির পদে রয়েছেন তিনি ৷ এখানে সাপধরা গ্রামপঞ্চায়েতের রাজপাড়া গ্রামে সুবোধের বাড়ি । ঝাড়গ্রাম থেকে চন্দ্রী যাওয়ার রাস্তার উপরে রাজপাড়া গ্রামের মোড়ে তাঁর চায়ের দোকান । প্রতিদিন সকাল-বিকেল স্থানীয় মানুষের সমাগম হয় সুবোধ টুডুর চায়ের দোকানে। চা-দোকানি সুবোধ কিন্তু চায়ের পাশাপাশি ভালো তেলেভাজাও তৈরি করেন ৷ চপ, পেঁয়াজি, পকোড়ি, কচুরি পাওয়া যায় তাঁর দোকানে ।

এখানেও কিন্তু কাহানি মে টুইস্ট ৷ পঞ্চায়েতের সহ-সভাপতি সুবোধের চায়ের দোকানে বহু মানুষ আসেন ৷ তাঁদের মধ্যে সবাই যে চা খেতে আসেন, এমনটা নয় ৷ বহু মানুষ তাঁদের সমস্যা নিয়ে হাজির হয় জনপ্রতিনিধির দোকানে । চা বানানোর ফাঁকে আমজনতার সঙ্গে আলাপ-আলোচনাও সারেন তিনি ৷ তাদের প্রয়োজনীয় পরিষেবা দেন সুবোধ ৷ চায়ের দোকানেই রাখা থাকে স্ট্যাম্প ও কাগজপত্র । কারও হাতে সার্টিফিকেট, আবার কারও রূপশ্রী, কন্যাশ্রী বা বার্ধক্য ভাতার ফর্ম সুবোধ ফিল-আপ করে দেন চায়ের দোকানে বসে । গ্রামের অল্প শিক্ষিত মানুষদের জন্য দরখাস্তও লিখে দিতে হয় তাঁকে ৷

শৈশবে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে পড়াশোনা করেছেন সুবোধ টুডু ৷ সেখান থেকেই স্নাতক স্তরের পড়াশোনা করেন তিনি ৷ প্রথমে সুবোধ ঝাড়খণ্ড পার্টি করতেন ৷ রাজ্যে পালাবদলের পর সুবোধ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ৷ 2013 সালের পঞ্চায়েত নির্বাচনে নিজের এলাকা থেকে পঞ্চায়েত নির্বাচিত হন তিনি ৷ সুবোধের স্বচ্ছ ভাবমূর্তির জন্যে তাঁকে পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্য স্থায়ী সমিতির সঞ্চালক পদে বসানো হয় । 2014 সালে তৃণমূলের সাপধরা অঞ্চলে সভাপতি হন সুবোধ ।

2018 সালে পঞ্চায়েত নির্বাচনে সাপধার পঞ্চায়েত সমিতির আসনে দাঁড়িয়ে জয়ী হন সুবোধ টুডু ৷ ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন ৷ সুবোধ বলেন, "আমি সংসার চালানোর জন্য চা বিক্রি করি । চায়ের সঙ্গে তেলেভাজাও বিক্রি করি ৷ এতে আমার যা রোজগার হয়, তাতে সংসার চলে যায় ।"

ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির দোকানে চা খেতে আসা কাশিয়া গ্রামের বাসিন্দা ধীরেন্দ্রনাথ কিষ্কু, পুকুরিয়া গ্রামের বাসিন্দা বাবুরাম সোরেনরা জানালেন, সুবোধ খুব ভালো চা বানায় ৷ তাই প্রায়ই তাঁরা চা খেতে আসেন । চা খাওয়ায় পাশাপাশি কোনও সার্টিফিকেটের দরকার থাকলে তাও সহজে পাওয়া যায় ৷ সুবোধ টুডু প্রসঙ্গে ঝাড়গ্রাম জেলা তৃণমূলের জেলা সভাপতি দুলাল মুর্মু বলেন, "এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ । সর্বদা মানুষের পাশে থাকার বার্তা দেন তিনি । সুবোধের কাজের জন্য আমরা সবেই গর্বিত ।"

আরও পড়ুন: 10 বছরেই সেলুনের মালিক থেকে কোটিপতি, নিয়োগ দুর্নীতিতে এবার ইডির মুখোমুখি গুণধর

ABOUT THE AUTHOR

...view details