পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নাম লিখিয়েও ভ্যাকসিন পেলেন না ঝাড়গ্রামের বাসিন্দারা

সকাল থেকে লম্বা লাইন পড়ে গিয়েছিল ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রগুলিতে । ভ্যাকসিন দেয়ার কেন্দ্রগুলি খুলতেই তাঁদের জানানো হয় করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হচ্ছে না । দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর ক্ষোভ প্রকাশ করেন বহু মানুষ ।

নাম লিখিয়েও ভ্যাকসিন পেলেন না ঝাড়গ্রামের বাসিন্দারা
নাম লিখিয়েও ভ্যাকসিন পেলেন না ঝাড়গ্রামের বাসিন্দারা

By

Published : Apr 22, 2021, 6:52 PM IST

ঝাড়গ্রাম, 22 এপ্রিল :নাম লিখিয়েও করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে পারলেন না ঝাড়গ্রামের বাসিন্দারা । ভ্যাকসিন না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করলেন । বৃহস্পতিবার সকাল থেকে ঝাড়গ্রামে মুষলধারায় বৃষ্টি হলেও বৃষ্টিকে উপেক্ষা করেই ভ্যাকসিন নেওয়ার জন্য ছাতা হাতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন বহু মানুষ ।

সকাল থেকে লম্বা লাইন পড়ে গিয়েছিল ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রগুলিতে । ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রগুলি খুলতেই তাঁদের জানানো হয় করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হচ্ছে না । দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর ক্ষোভ প্রকাশ করেন বহু মানুষ । এদিন ঝাড়গ্রাম জেলা হাসপাতালের চত্বরে ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্রে এই চিত্র ফুটে ওঠে ।

ভ্যাকসিন নিতে আসা সমীর মাহাতো, মুক্তা সরকার, মল্লিকা প্রধানরা বলেন, ‘‘সকাল থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম ৷ কিন্তু ভ্যাকসিন দেওয়ার কেন্দ্র খোলার পরে আমাদের জানানো হয় প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া হবে না ।’’ তাঁদের কথায়, ঠিক কী কারণে প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া হবে না তার সদুত্তর পাওয়া যায়নি টিকাকরণ কেন্দ্র থেকে ।

নাম লিখিয়েও ভ্যাকসিন পেলেন না ঝাড়গ্রামের বাসিন্দারা

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ইতিমধ্যেই জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা 3169 , তার মধ্যেই সুস্থ হয়েছে 3087 জন , মৃত্যু হয়েছে 22 জনের ৷ বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় করোনা হাসপাতালে ভর্তি 60 জন । জেলা স্বাস্থ্য দফতর সূত্রে আরও জানানো হয়েছে, এখনও পর্যন্ত জেলায় প্রথম ডোজ 57 হাজার 700 জনকে দেওয়া হয়েছে এবং 30 হাজার 931 জনকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে ।

আরও পড়ুন :পিছন থেকে হাতির আক্রমণ, মৃত্যু হুলা পার্টির সদস্যের

ABOUT THE AUTHOR

...view details