পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরীক্ষামূলকভাবে ঝাড়গ্রামে শুরু হল রাজ্য সরকারের দুয়ারে রেশন কর্মসূচি

আজ সাতবাঁকি গ্রামের আইসিডিএস স্কুলের মাঠে গ্রামের 35টি পরিবারের হাতে চাল-আটা সহ রেশনের সামগ্রী তুলে দেওয়া হল ৷ রাজ্য সরকারের দুয়ারে রেশন কর্মসূচিতে এই রেশন দেওয়া হয়েছে ৷ উপস্থিত ছিলেন, ঝাড়গ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক মিঠুন দাস ৷

state governments duare ration is experimentally started in Jhargram
পরীক্ষামূলকভাবে ঝাড়গ্রামে শুরু হল রাজ্য সরকারের দুয়ারে রেশন কর্মসূচি

By

Published : May 20, 2021, 8:03 PM IST

ঝাড়গ্রাম, 20 মে : নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পরীক্ষামূলকভাবে ঝাড়গ্রামে শুরু হল দুয়ারে রেশন প্রকল্প । বৃহস্পতিবার বিনপুর 2 নম্বর ব্লকের কাঁকো গ্রাম পঞ্চায়েতের সাতবাঁকি গ্রামের 35টি পরিবারের হাতে রেশন তুলে দেওয়া হয় । জানা যায়, সাতবাঁকি গ্রামের বাসিন্দারা প্রায় 8 কিলোমিটার দূরে রতনপুর গ্রামে রেশন আনতে যান ।

আরও পড়ুন : কীভাবে মিলবে দুয়ারে রেশন ? যা বললেন নয়া খাদ্যমন্ত্রী

আজ সাতবাঁকি গ্রামের আইসিডিএস স্কুলের মাঠে গ্রামের 35টি পরিবারের হাতে চাল-আটা সহ রেশনের সামগ্রী তুলে দেওয়া হল ৷ রাজ্য সরকারের দুয়ারে রেশন কর্মসূচিতে এই রেশন দেওয়া হয়েছে ৷ উপস্থিত ছিলেন, ঝাড়গ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক মিঠুন দাস ও বিনপুর 2 নং ব্লকের খাদ্য দফতরের আধিকারিকরা ৷ সাতবাঁকি গ্রামের বাসিন্দা তরুণ মাহাতো জানিয়েছেন, 8 কিলোমিটার দূরে রতনপুর গ্রামে রেশন নিতে যেতেন তাঁরা ৷ সেখানে লম্বা লাইন দিতে হত তাঁদের । এমনকি রেশনের সামগ্রী নিয়ে বাড়ি ফিরতেও অসুবিধা হত তাঁদের । কিন্তু, আজ বাড়ির কাছে এসে সরকারের তরফে রেশন দিয়ে যাওয়ায় তাঁরা খুব খুশি ৷ এর জন্য মুখ্য়মন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন গ্রামবাসীরা ৷

ABOUT THE AUTHOR

...view details