ঝাড়গ্রাম, 3 জুন : ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু হল এক প্রৌঢ়ের ৷ বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম বন বিভাগের গিধনি ফরেস্ট রেঞ্জের আমতলিয়া বিটের বনডিহি এলাকায় দলছুট একটি বুনো হাতির হানায় মৃত্যু হয় ওই ব্যক্তির ৷ মৃতের নাম রুটু বাগাল (50) ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি বড়রাজ গ্রামের বাসিন্দা ছিলেন ৷ এদিন সকালে ধানের জমি দেখতে গিয়েছিলেন তিনি ৷ সেই সময়েই হাতির দলের সামনে পড়ে যান ওই ব্যক্তি ৷ এরপরই প্রাণ ভয়ে সেখান থেকে পালান রুটু ৷ তবে হাতির দলের কবল থেকে কোনওক্রমে পালিয়ে বাঁচলেও অন্য একটি হাতির সামনে পড়ে যান তিনি ৷ রুটুকে সামনে পেয়ে হাতিটি শুঁড়ে তুলে আছাড় মারে তাঁকে ৷ এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ বন দফতর খবর পেয়ে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ৷ পরে ময়নাতদন্তের জন্য দেহটি ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় ৷