পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Death Sentence: ডাইনি অপবাদে ঠাকুমার মুণ্ডু কেটে হত্যায় দোষীকে মৃত্যুদণ্ড ঝাড়গ্রাম আদালতের - ডাইনি অপবাদে ঠাকুমার মাথা কেটে খুন

6 বছর আগে ঠাকুমাকে খুন করেছিলেন যুবক ৷ সেই মামলায় তাঁকে ফাঁসির সাজা দিল ঝাড়গ্রাম আদালত ৷ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-1 এর বিচারক জীমূতবাহন বিশ্বাস এই রায় দিয়েছেন ৷

Death Sentence ETV BHARAT
Death Sentence

By

Published : May 3, 2023, 9:17 PM IST

ঠাকুমাকে খুনে দোষী সাব্যস্তকে মৃত্যদণ্ডের নির্দেশ আদালতের

ঝাড়গ্রাম, 3 মে: ডাইনি অপবাদে ঠাকুমার মাথা কেটে খুনে দোষী যুবককে মৃত্যুদণ্ড দিল ঝাড়গ্রাম আদালত ৷ 6 বছর আগের ঘটনায় দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারক দোষী 26 বছরের ধারাকান্ত বেরাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন ৷ এই মামলায় অভিযুক্ত বাকি তিনজনকে বেকসুর খালাস করেছেন ঝাড়গ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-1 এর বিচারক জীমূতবাহন বিশ্বাস ৷ সাজাপ্রাপ্ত রাধাকান্তের মামা জানিয়েছেন, তাঁরা নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্ট আবেদন করবেন ৷

ঝাড়গ্রামের সাঁকরাইল থানার অন্তর্গত নোয়াগা গ্রামের বাসিন্দা রাধাকান্ত বেরা ৷ 2017 সালের 9 ফেব্রুয়ারি তিনি 65 বছরের বৃদ্ধা তরুলতা বেরাকে মুড়ি খাওয়ানোর নাম করে স্থানীয় একটি শিব মন্দিরে নিয়ে যান ৷ সেখানেই ধারাল অস্ত্র দিয়ে তরুলতাদেবীর মাথা ধর থেকে আলাদা করে দেন রাধাকান্ত ৷ এর পর বৃদ্ধার কাটা মাথা নিয়ে পুরো গ্রামে দাপিয়ে বেড়ান রাধাকান্ত ৷ গ্রামবাসীদের নজরে এলে খবর দেওয়া হয় পুলিশে ৷ সাঁকরাইল থানার পুলিশ নোয়াগা গ্রামে পৌঁছয় ৷ এমনকি অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো ঘটনাস্থলে যান ৷

পুলিশ সেখান থেকে বৃদ্ধার দেহ ও কাটা মুণ্ডু উদ্ধার করে ৷ অন্যদিকে, পুলিশ গ্রামে আসতেই রাধাকান্ত গ্রাম ছেড়ে পালিয়ে যান ৷ সেই সময় তাঁর বয়স ছিল 20 বছর ৷ সেই রাতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদের তিনি পুলিশকে জানান, ছোট থেকেই রাধাকান্ত খুবই অসুস্থ ছিলেন ৷ পরিবারের লোকজন তাঁকে সুস্থ করতে চিকিৎসকের বদলে, ওড়িশায় এক ওঝার কাছে নিয়ে গিয়েছিল ৷ সেই ওঝাই নাকি বলেছিল রাধাকান্তের অসুস্থতার কারণ এক ডাইনি ৷ পুলিশকে দেওয়া বয়ানে তিনি জানিয়েছিলেন, রাধাকান্তের মনে হয়েছিল তরুলতা বেরাই ডাইনি ৷ তাই তাঁকে রাতের অন্ধকারে শিবমন্দিরে খুন করেন রাধাকান্ত ৷

আরও পড়ুন:কামদুনি গণধর্ষণ কাণ্ডে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনে সাজা মকুবের আর্জি হাইকোর্টে

সাঁকরাইল থানার পুলিশ রাধাকান্তের বিরুদ্ধে খুন, প্রমাণ লোপাট-সহ একাধিক ধারায় মামলা রুজু করে ৷ 6 বছর ধরে তদন্ত এবং বাদি ও বিবাদি পক্ষের সওয়াল শোনার পর গতকাল ঝাড়গ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-1 এর বিচারক জীমূতবাহন বিশ্বাস রাধাকান্তকে দোষী সাব্যস্ত করেন ৷ এই মামলায় পুলিশ নন্দলাল বেরা, কবিতা বেরা এবং মিহির বেরা নামে তিনজনকে গ্রেফতার করেছিল ৷ তাঁরা আগেই জামিন পান ৷ তবে, রাধাকান্ত বিচারাধীন বন্দি হিসেবে কারাবাসে ছিলেন ৷

সরকারি আইনজীবী সত্যজিৎ সিনহা জানিয়েছেন, গতকালের রায়ে আদালত ওই তিনজনকে বেকসুর খালাস করেছে ৷ আর আজ দোষী রাধাকান্ত বেরাকে ফাঁসির নির্দেশ দিয়েছেন বিচারক ৷ তবে, রাধাকান্ত বেরার মামা সুকুমার বেরা বলেন, ‘‘আমরা উচ্চ আদালতে যাব ৷’’

ABOUT THE AUTHOR

...view details