ঝাড়গ্রাম, 23 মার্চ : বিজেপি ক্ষমতায় এলে 3 কোটি মানুষের চিটফান্ডের টাকা ফেরত দেওয়া হবে ৷ নির্বাচনী প্রচারে এমনটাই দাবি করলেন শুভেন্দু অধিকারী ৷ আজ মঙ্গলবার নয়াগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী বকুল মুর্মুর সমর্থনে খড়িকামাথানিতে জনসভা করেন তিনি ৷ বিজেপির ইস্তাহারে এই কথা উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি ৷ সেই সঙ্গে, 2 কোটি বেকারের কর্মসংস্থান, তফসিলি জাতি ও উপজাতি এবং ওবিসিদের কর্মসংস্থানের কথাও শোনা যায় তাঁর মুখে ৷
এদিন নয়াগ্রাম বিধানসভায় বিজেপির প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল এই ছিল শুভেন্দুর ভাষণের এক এবং অন্যতম প্রসঙ্গ ৷ যেখানে তিনি অভিযোগ করেন, এখানকার সব নদী কেটেকুটে ফাঁকা করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । পুলিশ আর তোলাবাজ ভাইপো মিলে একসঙ্গে টাকা তুলছে এমনকি সব বালি চিচিংফাঁক হয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি । এর পরেই তিনি সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘‘ভোট দেবেন বালি চোরদের? সব ভোট পদ্মফুলে দিন’’ ৷