ঝাড়গ্রাম, ২০ ফেব্রুয়ারি : ঝাড়গ্রাম জেলা হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে এক প্রসূতিকে চড় মারার অভিযোগ উঠল। এই ঘটনায় রোগীর পরিবার হাসপাতালে বিক্ষোভ দেখায়। ঝাড়গ্রাম থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রসূতিকে চড় চিকিৎসকের? হাসপাতালে বিক্ষোভ
ঝাড়গ্রাম জেলা হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে এক প্রসূতিকে চড় মারার অভিযোগ উঠল। রোগীর পরিবার হাসপাতালে বিক্ষোভ দেখায়।
গতকাল ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামে ২০ বছরের প্রীতি সিংহ দেব প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভরতি হয়। সকালে চিকিৎসক তাকে চড় মারে বলে অভিযোগ। সেই সময় সেখানে প্রসূতির মা দোলন গোস্বামী উপস্থিত ছিলেন। এরপর রোগীর বাবার বাড়ির ও শ্বশুরবাড়ির লোকজন হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঝাড়গ্রাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশি নিরাপত্তায় চিকিৎসককে হাসপাতাল থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়। চিকিৎসকের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোগীর পরিবার হাসপাতালের সুপার ও ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই চিকিৎসকের বিরুদ্ধে। হাসপাতালের সুপার মলয় আদক পুরো ঘটনার তদন্ত করার আশ্বাস দিয়েছেন।