পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jalpaiguri Murder : স্ত্রীর প্রেমিককে চোখ খুবলে খুন, গ্রেফতার ব্যক্তি

স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক মেনে নিতে পারেনি ৷ তাই স্ত্রীর প্রেমিকের চোখ খুবলে, হাত কেটে খুন করল স্বামী ৷ এমনই অভিযোগ স্থানীয়দের ৷ জলপাইগুড়ি শহর সংলগ্ন উত্তর সুকান্ত নগর কলোনির ঘটনা ৷

Jalpaiguri Murder
Jalpaiguri Murder

By

Published : Aug 26, 2021, 10:24 PM IST

জলপাইগুড়ি, 26 অগস্ট : খোবলানো চোখ ৷ মাটিতে পড়ে রয়েছে কাটা হাত ৷ ঘর ভেসে যাচ্ছে রক্তে ৷ বিছানায় চাপ চাপ রক্ত ৷ এরকম নৃশংস ঘটনার সাক্ষী থাকল জলপাইগুড়িবাসী ৷ নৃশংসভাবে খুন করা হয়েছে রাজা বসাক (24) নামে এক যুবককে ৷ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই রাজাকে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ জলপাইগুড়ি শহর সংলগ্ন উত্তর সুকান্ত নগর কলোনির ঘটনা ৷

জলপাইগুড়ি শহর সংলগ্ন উত্তর সুকান্ত নগর কলোনির বাসিন্দা দীনেশ বর্মণের বাড়িতে তার শ্যালক পরেশ বর্মণ স্ত্রী রিনাকে নিয়ে থাকে । রিনার সঙ্গে রাজার সম্পর্ক তৈরি হয় বলে অভিযোগ ৷ এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকত ৷

উত্তর সুকান্ত নগর কলোনিরই বাসিন্দা রাজা ৷ কোনও অপরাধমূলক কাজের জন্য জেলে ছিল সে ৷ কয়েকদিন আগেই জেল থেকে ছাড়া পায় ৷ তারপরই রিনার সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসে রাজা ৷ তার সঙ্গে রিনার কথা কাটাকাটি হয় ৷ সেইসময় রিনার বাড়ির লোকজন রাজাকে হাতেনাতে ধরে ফেলে ৷

হঠাৎই রিনার স্বামী পরেশ রাজাকে একটা ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয় ৷ সঙ্গে ছিল পরেশের শ্যালক দীনেশ ৷ স্থানীয়দের অভিযোগ, দুজনে মিলে প্রথমে রাজাকে প্রচণ্ড মারধর করে ৷ তারপরই একের পর এক ধারালো অস্ত্রের কোপ মারতে থাকে ৷ চোখ খুবলে নেয় ৷ কোদাল দিয়ে হাত কেটে নেয় ৷ স্থানীয়দের অভিযোগ, প্রায় তিন-চার ঘণ্টা ধরে ঘরের মধ্যে নৃশংস ঘটনা ঘটে ৷

আরও পড়ুন,Assam : কলেজছাত্রী খুনে উত্তপ্ত অসম, ফাস্ট ট্র্যাক কোর্টে শুনানির সিদ্ধান্ত

স্থানীয়রা জলপাইগুড়ি থানায় খবর দিলে বাড়ির ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় রাজার দেহ উদ্ধার করে পুলিশ ৷ দেহ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ৷

এই বিষয়ে রাজার মা সোমা বসাক বলেন, আমার ছেলের সঙ্গে রিনার একটা সম্পর্ক ছিল ৷ আর আজ আমার ছেলেকে ডেকে খুন করা হল । এদিকে, অভিযুক্ত দীনেশ বর্মণ ও পরেশ বর্মণকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details