জলপাইগুড়ি, 26 অগস্ট : খোবলানো চোখ ৷ মাটিতে পড়ে রয়েছে কাটা হাত ৷ ঘর ভেসে যাচ্ছে রক্তে ৷ বিছানায় চাপ চাপ রক্ত ৷ এরকম নৃশংস ঘটনার সাক্ষী থাকল জলপাইগুড়িবাসী ৷ নৃশংসভাবে খুন করা হয়েছে রাজা বসাক (24) নামে এক যুবককে ৷ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই রাজাকে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ জলপাইগুড়ি শহর সংলগ্ন উত্তর সুকান্ত নগর কলোনির ঘটনা ৷
জলপাইগুড়ি শহর সংলগ্ন উত্তর সুকান্ত নগর কলোনির বাসিন্দা দীনেশ বর্মণের বাড়িতে তার শ্যালক পরেশ বর্মণ স্ত্রী রিনাকে নিয়ে থাকে । রিনার সঙ্গে রাজার সম্পর্ক তৈরি হয় বলে অভিযোগ ৷ এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকত ৷
উত্তর সুকান্ত নগর কলোনিরই বাসিন্দা রাজা ৷ কোনও অপরাধমূলক কাজের জন্য জেলে ছিল সে ৷ কয়েকদিন আগেই জেল থেকে ছাড়া পায় ৷ তারপরই রিনার সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসে রাজা ৷ তার সঙ্গে রিনার কথা কাটাকাটি হয় ৷ সেইসময় রিনার বাড়ির লোকজন রাজাকে হাতেনাতে ধরে ফেলে ৷