পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছেলেধরা সন্দেহে যুবককে গণপ্রহার - বানারহাট

গ্রাম থেকে শিশুকন্যাকে নিয়ে পালাচ্ছে ৷ এই অভিযোগে এক যুবককে মারধর করা হল ৷

Youth beating

By

Published : Sep 1, 2019, 8:57 AM IST

ধুপগুড়ি, 1 সেপ্টেম্বর : ছেলেধরা সন্দেহে এক যুবককে গাছে বেঁধে মারধর করা হল ৷ পুরে পুলিশ এসে তাকে উদ্ধার করে ৷ ঘটনাটি জলপাইগুড়ির ধুপগুড়ির ৷

গতকাল ধূপগুড়ি ব্লকের বানারহাট থানার তেলিপাড়া মোড়ে ওই যুবককে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা ৷ তাদের অভিযোগ, একটি বাড়ি থেকে নয় মাসের একটি শিশুকন্যাকে তুলে নিয়ে যাচ্ছিল সে ৷ তারা ধরে ফেলে ৷ এরপরই ওই যুবককে গাছে বেঁধে মারধর করে উত্তেজিত জনতা ৷

আক্রান্ত যুবক

যুবকটি জানায়, সে ভুটান সংলগ্ন চামুর্চি এলাকার বাসিন্দা ৷ সে মানসিক ভারসাম্যহীন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ যুবককে উদ্ধার করে বানারহাট থানায় নিয়ে যায় । পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

সম্প্রতি বিধানসভায় পাশ হয়েছে দা ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অফ লিনচিং বিল 2019 বা গণপ্রহার রোধ বিল । এই বিল অনুযায়ী, গণপ্রহারে কারও মৃত্যু হলে, দোষী ব্যক্তির সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড ৷ এবং এক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে ।

ABOUT THE AUTHOR

...view details