পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের সংগঠনকে মজবুত করতে বুথের দায়িত্ব পালনের নির্দেশ নেতাদের

এদিন জলপাইগুড়িতে তৃণমূলের কার্যালয়ে জেলার কোর কমিটির বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, বিধায়ক সহ অন্যান্য ব্লক সভাপতিরা। যেখানে জেলায় তৃণমূলের সংগঠনকে মজবুত করতে সবাইকেই বুথের দায়িত্ব ভাগ করে দেন ওমপ্রকাশ মিশ্র ৷

west bengal assembly election 2021 tmc did a meeting wuth their local leaders in jalpaiguri
তৃণমূলের সংগঠনকে মজবুত করতে বুথের দায়িত্ব পালনের নির্দেশ নেতাদের

By

Published : Feb 6, 2021, 8:38 PM IST

জলপাইগুড়ি, 6 ফেব্রুয়ারি : সংগঠনকে মজবুত করতে এবার বুথের দায়িত্ব পালন করতে হবে জেলার তৃণমূল নেতাদের। বেছে বেছে বুথের দায়িত্ব দেওয়া হচ্ছে নেতাদের। নির্বাচনকে সামনে রেখে জেলার তৃণমূল নেতাদের বুথের দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে । জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেসের 81 টি সাংগঠনিক অঞ্চলের দায়িত্বে প্রায় 150 জন স্থানীয় নেতাকে কাজে লাগাতে চলেছে জেলা তৃণমূল কংগ্রেস।

এদিন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক ওমপ্রকাশ মিশ্র জানান, ‘‘আমরা অঞ্চল ধরে ধরে এবার সংগঠনকে শক্তিশালী করতে চাইছি। সামনে নির্বাচন আসছে তাই এবার জেলা ও ব্লকের নেতাদের অঞ্চলের দায়িত্ব পালন করতে হবে। আজ থেকে আমরা লিস্ট তৈরি করছি। আমাদের জলপাইগুড়ি জেলার সাতটা বিধানসভার এলাকায় প্রত্যেক বুথে সংগঠন মজবুত করতে উদ্যোগ নেওয়া হয়েছে ৷’’

আরও পড়ুন : জেলা তৃণমূলের ব্রাত্য নেতাদের করা হল ব্লক সভাপতি

এদিন জলপাইগুড়ির তৃণমূলের কার্যালয়ে জেলার কোর কমিটির বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান খগেশ্বর রায়, বিধায়ক বুলুচিক বড়াইক, মিতালি রায় সহ অন্যান্য ব্লক সভাপতিরা। এদিন বৈঠকের পর ওমপ্রকাশ মিশ্র জানান, ‘‘আমরা সবার অনুমতি নিয়ে একটি তালিকা তৈরি করছি। জেলা হোক বা ব্লকের সব নেতাকেই এবার থেকে বুথের দায়িত্ব দেওয়া হবে। ওয়ার্ড দেখার জন্যও আমরা তালিকা বানাচ্ছি । বুথ শক্তিশালী হলেই আমাদের সংগঠন শক্তিশালী হবে। সেই লক্ষ্যেই আমরা সবার সম্মতি নিয়ে কাজ করছি।’’

ABOUT THE AUTHOR

...view details