জলপাইগুড়ি, 6 ফেব্রুয়ারি : সংগঠনকে মজবুত করতে এবার বুথের দায়িত্ব পালন করতে হবে জেলার তৃণমূল নেতাদের। বেছে বেছে বুথের দায়িত্ব দেওয়া হচ্ছে নেতাদের। নির্বাচনকে সামনে রেখে জেলার তৃণমূল নেতাদের বুথের দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে । জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেসের 81 টি সাংগঠনিক অঞ্চলের দায়িত্বে প্রায় 150 জন স্থানীয় নেতাকে কাজে লাগাতে চলেছে জেলা তৃণমূল কংগ্রেস।
এদিন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক ওমপ্রকাশ মিশ্র জানান, ‘‘আমরা অঞ্চল ধরে ধরে এবার সংগঠনকে শক্তিশালী করতে চাইছি। সামনে নির্বাচন আসছে তাই এবার জেলা ও ব্লকের নেতাদের অঞ্চলের দায়িত্ব পালন করতে হবে। আজ থেকে আমরা লিস্ট তৈরি করছি। আমাদের জলপাইগুড়ি জেলার সাতটা বিধানসভার এলাকায় প্রত্যেক বুথে সংগঠন মজবুত করতে উদ্যোগ নেওয়া হয়েছে ৷’’