পশ্চিমবঙ্গ

west bengal

জলপাইগুড়িতে চালু হতে চলেছে ভার্চুয়াল কোর্ট

By

Published : Jun 19, 2020, 8:04 PM IST

ভার্চুয়াল কোর্ট চালু হতে চলেছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। প্রিন্সিপাল কোর্ট থেকেই ভার্চুয়াল কোর্ট চলবে বলে জানা গিয়েছে।

Virtual court will be start in jalpaiguri
Virtual court will be start in jalpaiguri

জলপাইগুড়ি, 19 জুন: জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে চালু হতে চলেছে ভার্চুয়াল কোর্ট। এমনই জানালেন সার্কিট বেঞ্চের সহকারী সরকারি আইনজীবী অদিতি শংকর চক্রবর্তী। জানা গিয়েছে, প্রিন্সিপাল কোর্ট থেকেই চলবে ভার্চুয়াল কোর্ট।

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সহকারী সরকারি আইনজীবী অদিতি শংকর চক্রবর্তী সাংবাদিক বৈঠক করে বলেন, “কোভিড 19 এর জন্য হাইকোর্ট, প্রিন্সিপাল বেঞ্চ, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ বন্ধ ছিল। গত সপ্তাহে হাইকোর্ট কর্তৃপক্ষ ও বিচারকদের সঙ্গে বৈঠক হয়। তাতে সিদ্ধান্ত নেওয়া হয় ক্রিমিনাল কেসের বেল এবং অ্যান্টি বেলের আবেদন করা যেতে পারে। তবে তা ভার্চুয়াল কোর্টের মাধ্যমে হতে পারে। আগামী সপ্তাহ থেকে ভার্চুয়াল কোর্ট শুরু করা হবে। সরকারি পক্ষের আইনজীবীরা কোর্টে আসবেন। একটি কোর্ট খোলা থাকবে সেখানে পাঁচ জনের বেশি কেউ থাকতে পারবে না। সেখানে বসেই ল্যাপটপ-ট্যাবের মাধ্যমে আমরা মামলা কন্ডাক্ট করব। এমনকী অনলাইনের মাধ্যমেও মামলা করা যেতে পারে। কলকাতার প্রিন্সিপাল বেঞ্চেই বিচারকরা বসবেন। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আপাতত কোনও বিচারক আসছেন না।”

সহকারী সরকারি আইনজীবী অতিদি শংকর চক্রবর্তী আরও বলেন, “প্রিন্সিপাল বেঞ্চেই বিচারকরা বসবেন । এবং আইনজীবীরা বাড়িতে না হলে চেম্বারে বসেই অনলাইনের মাধ্যমে লড়বেন। বেল এবং অ্যান্টি বেল অনলাইনেই হবে। এবার থেকে পুলিশকে কেস ডাইরি নিয়ে কোর্টে আসতে হবে না। আইনজীবীর চাহিদা অনুযায়ী পুলিশকে কেস ডাইরির এভিডেন্স অনলাইনে পাঠাতে হবে।”

ABOUT THE AUTHOR

...view details