জলপাইগুড়ি, 3জুন: জেলায় নতুন করে আরও দুইজনেরশরীরে কোরোনা সংক্রমণের খোঁজ মিলল। আক্রান্তরা সকলেই পরিযায়ী শ্রমিক বলে জানাগেছে।গতকাল নাগরাকাটা ব্লকের একজন পরিযায়ী শ্রমিকের দেহে কোরোনার সংক্রমণের পরধুপগুড়ি ব্লকের কোয়ারেন্টাইন সেন্টারের দুইজন পরিযায়ী শ্রমিকের কোরোনা ধরা পরেছে।
জলপাইগুড়িতে আরও দুজনের শরীরে কোরোনা
জলপাইগুড়িতে নতুন করে কোরোনা সংক্রমণ দেখা দিয়েছে আরও দুজনের শরীরে। আক্রান্তরা পরিযায়ী শ্রমিক বলে জানা গিয়েছে।
গতকালরাতেই ধুপগুড়ি ব্লকের কোরোনা আক্রান্তের রিপোর্ট আসে।তাদের দুইজনকেই জলপাইগুড়িরবিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে। বর্তমানে তাদের শারীরিকঅবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তারা17দিন ধরে ধুপগুড়ির গার্লস স্কুলেরকোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন।
জলপাইগুড়ি জেলাায় এখনও পর্যন্ত৬ জন পরিযায়ী শ্রমিকের শরীরে কোরোনার হদিস মিলেছে। নাগরাকাটাতে তিনজন ও ধুপগুড়িরতিন জন। বর্তমানে জলপাইগুড়ি কোরোনা হাসপাতালে12জনের চিকিৎসা চলছে বলে জানা গেছে।উত্তরবঙ্গেরOSDসুশান্তরায় বলেন,পরিযায়ীশ্রমিক আসার পর থেকেই কোরোনা সংক্রমণের খোঁজ বেশি মিলবে এটা আমরা ধরে নিয়েই চলছি।তাই আমরা কোভিড হাসপাতালে বেড বাড়ানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি। নতুনকরে75টি বেড বাড়ানো হবে বলে আজ সিদ্ধান্তহয়েছে।