জলপাইগুড়ি, 2 সেপ্টেম্বর : ক্ষণিকের মধ্যে পালটে গেল জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের চিত্র ৷ যাত্রীবোঝাই বাসের সাথে ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ ৷ আহত 20 জন । ছুটে আসে স্থানীয়রা ৷ খবর পেতেই ঘটনাস্থানে পুলিশ ও দমকল কর্মীরা গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করেন ।
বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষে আহত 20 জন - জলপাইগুড়ির খবর
স্থানীয় সূত্রে খবর, দিনাহাটা থেকে শিলিগুড়িগামী বাসটি রাজগঞ্জ ব্লকের সারিয়ামের কাছে একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে ৷ এতে উলটো দিক থেকে আসা একটি ট্যাংকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ৷ আহত হয় 20 জন ।
স্থানীয় সূত্রে খবর, দিনাহাটা থেকে শিলিগুড়িগামী বাসটি রাজগঞ্জ ব্লকের সারিয়ামের কাছে একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে ৷ এতে উলটো দিক থেকে আসা একটি ট্যাংকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ৷ আহত হয় প্রায় 20 জন । দুর্ঘটনার খবর পেয়েই সদরের IC দ্বীপজ্জল ভৌমিক সাথে সাথে ছুটে যান । উদ্ধার কাজে আসে দমকল বাহিনী ৷ আহতদের হাসপাতালে পাঠালে ভিড় কমতে শুরু করে ৷
আহত 20 জন যাত্রীদের প্রথমে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত পাঁচ জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷