পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের অস্থায়ী কার্যালয়ে পতাকা পোড়ানোর অভিযোগ

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে পতাকা এবং পোস্টার পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ময়নাগুড়িতে।

Jalpaiguri
Fireing Tmc party office

By

Published : Mar 5, 2021, 7:28 PM IST

জলপাইগুড়ি, ৫ মার্চ: নির্বাচনী কার্যালয়ের পতাকায় ও পোস্টার পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ময়নাগুড়িতে। ময়নাগুড়ি পেটকাটিতে নির্মীয়মাণ ভবনে তৃণমূলের পক্ষ থেকে নির্বাচনী কার্যালয় গড়ে তোলার কাজ করা হচ্ছিল। তৃণমূলের অস্থায়ী কার্যালয়ে রাতের অন্ধকারে পতাকায় আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি পেটকাটি উপর কলোনি এলাকায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ।

আগামী বিধানসভা নির্বাচনের জন্য কয়েকদিন আগে একটি নির্মীয়মাণ বাড়িতে অস্থায়ী নির্বাচনী কার্যালয় তৈরি হয়। সেখানে লাগানো হয় তৃণমুলের পতাকা। অভিযোগের তীর বিজেপির দিকে। এদিন ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন ময়নাগুড়ি ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি মনোজ রায়, ঝুলন সান্যাল, সুনিল রাউত সহ অন্যান্যরা৷ ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: প্রার্থী ঘোষণার আগেই বিধানের নামে ব্যানার রূপনারায়ণপুরে

ময়নাগুড়ি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মনোজ রায় বলেন, এই এলাকায় ইতিপূর্বে এই ধরনের ঘটনা ঘটেনি। বিজেপি ছাড়া এই কাজ কেউ করতে পারে না। যদিও বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে অস্বীকার করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details