পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tractor owners Protest : নদী থেকে বালি, পাথর তোলার অনুমতির দাবিতে বিক্ষোভ ট্রাক্টর মালিকদের - পাথর তোলার অনুমতির দাবিতে বিক্ষোভ ট্রাক্টর মালিকদের

ট্রাক্টর দিয়ে কোনওরকম অবৈধভাবে বালি পাথর উত্তোলন করা যাবে না । ট্রাক্টর চালাতে হলে ড্রাইভারকে সঙ্গে লাইসেন্স রাখতে হবে । ট্রাক্টর ও ট্রাক্টরের ডালার রেজিস্ট্রেশন কাগজ সঙ্গে রাখতে হবে । কোনও অনুমতি ছাড়াই বালি পাথর পরিবহন করা যাবে না । ট্রাক্টর মালিকদের এমনই হুশিয়ারি দেওয়া হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে ৷ জেলাশাসকের দফতরের সামনে ট্রাক্টর নিয়ে অবস্থান বিক্ষোভ করেন ট্রাক্টর মালিকরা (Tractor owners Protested in Jalpaiguri with some demands)।

Tractor owners Protested in Jalpaiguri with some demands
Tractor owners Protest

By

Published : May 21, 2022, 7:04 PM IST

জলপাইগুড়ি, 21 মে : নদী থেকে বালি পাথর তুলতে দেওয়ার দাবিতে জেলাশাসকের দ্বারস্থ হলেন ট্রাক্টর মালিকরা । যে সমস্ত ট্রাক্টর চলে তার অধিকাংশ ড্রাইভারদেরই লাইসেন্স নেই । এমনকি ট্রাক্টরের ডালারও কোন নম্বর নেই । অভিযোগ উঠছে ট্রাক্টর দিয়ে নদী থেকে বালি পাথর তোলা হচ্ছে ।

এবার কড়া হাতে দমন করতে চাইছে পুলিশ । ট্রাক্টর দিয়ে কোনওরকম অবৈধভাবে বালি পাথর উত্তোলন করা যাবে না । ট্রাক্টর চালাতে হলে ড্রাইভারকে সঙ্গে লাইসেন্স রাখতে হবে । ট্রাক্টর ও ট্রাক্টরের ডালার রেজিস্ট্রেশন কাগজ সঙ্গে রাখতে হবে । কোনও অনুমতি ছাড়াই বালি পাথর পরিবহন করা যাবে না । ট্রাক্টর মালিকদের এমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে । এরপরেই বিপাকে পরেছেন ট্রাক্টর মালিকরা । এদিন জেলাশাসকের দ্বারস্থ হন ট্রাক্টর মালিকরা । জেলাশাসকের দফতরের সামনে ট্রাক্টর নিয়ে অবস্থান বিক্ষোভ করেন ট্রাক্টর মালিকরা (Tractor owners Protested in Jalpaiguri with some demands)।

ইতিমধ্যেই ট্রাক্টর মালিকদের নিয়ে জলপাইগুড়ি ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী বৈঠক করে জানিয়েছেন, যে সমস্ত ট্রাক্টর চলাচল করে তাদের চালকরা লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছেন । ট্রাক্টর ও ট্রাক্টরের যে ডালা থাকে তার কাগজ বা দুটো আলাদা নম্বর থাকার কথা, সেটা নেই বেশিরভাগ ক্ষেত্রেই । আমরা ট্রাক্টর মালিকদের বলেছি ,যে ট্রাক্টর চালাবেন তার সঙ্গে লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালাতে গেলে বা রাস্তায় গাড়ি চলতে গেলে যা যা কাগজ থাকা চাই সব রাখতে হবে বলে জানানো হয়েছে । শহরে সকাল 8 টা থেকে রাত 8 টা পর্যন্ত ট্রাক্টর চলাচল করতে পারবে না । এমনকি কোনও অবৈধভাবে খাদান থেকে বালি, পাথর উত্তোলন করা যাবে না বলেও ট্রাক্টর মালিকদের সাফ জানানো হয়েছে । জেলা পুলিশের কড়াকড়ির পরেই বিপাকে পরেছেন ট্রাক্টর মালিকরা (Tractor owners Protest) ৷

আরও পড়ুন :Tunnel missing : জম্মুতে কাজ করতে গিয়ে নিখোঁজ ধূপগুড়ির 5 যুবক

ট্রাক্টর মালিক পম্পা দে স্বীকার করে নেন, "আমাদের ট্রাক্টরের ডালার নম্বর ছাড়াই চালানোর অভ্যাস হয়ে গেছে । আমাদের আগে কোনওদিন ডালার নম্বর করার প্রয়োজনীয়তাই পড়েনি । আগে তিস্তা, পাঙ্গা-সহ এলাকার নদী থেকে বালি পাথর তোলার অনুমতি দেওয়া হত । এখন বন্ধ করে দেওয়া হয়েছে । আমাদের বৈধভাবে বালি তুলতে দিতে হবে । এখন সব কিছু কাগজপত্র ঠিক করতে আমাদের সময় দিতে হবে । আমাদের জেলাশাসকের দফতর থেকে লিখিতভাবে দিতে বলা হয়েছে । আর ট্রাক্টর ড্রাইভারদের লাইসেন্সের কথা বলা হচ্ছে, অনেক ড্রাইভার আছে যাঁরা লেবার থেকে ড্রাইভারের কাজ শিখেছে, তাদের লাইসেন্স করার টাকা নেই । তাই সরকার যদি নূন্যতম খরচে লাইসেন্স করার সুবিধা দেয় ভাল হয় । আমরা ট্রাক্টর দিয়ে কী পরিবহন করতে পারব সেটা প্রশাসন থেকে বলে দিক । আমাদের বালি পাথর তোলার অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে জেলাশাসকের দফতর থেকে ।"

ABOUT THE AUTHOR

...view details