পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার ময়নাগুড়িকে কনটেইনমেন্ট জো়ন ঘোষণা জেলা প্রশাসনের - জলপাইগুড়ি

নার্সিং এক পড়ুয়া ও এক আশা কর্মীর কোরোনা পজ়িটিভ রিপোর্ট আসার কারণে ময়নাগুড়িকে কনটেইনমেন্ট জো়ন হিসাবে ঘোষণা করল জেলা প্রশাসন ।

photo
photo

By

Published : May 29, 2020, 1:51 PM IST

জলপাইগুড়ি, 29 মে : কোরোনা সংক্রমিত ময়নাগুড়ির এলাকাকে কনটেইনমেন্ট জো়ন ঘোষণা করল জেলা প্রশাসন । আজ ওই এলাকায় সংক্রমণ ঠেকাতে উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলা প্রশাসন । কলকাতা ফেরত নার্সিং ছাত্রীর সঙ্গে একজন আশাকর্মীর কোরোনা ভাইরাসের সংক্রমণ ধরা পরার পর আজ ময়নাগুড়ি BDO অফিসে কনটেইনমেন্ট জো়ন নিয়ে বৈঠক হয় SDO সদর রঞ্জন কুমার দাস, DSP ক্রাইম বিক্রমজিৎ লামা সহ ময়নাগুড়ির BDO, ময়নাগুড়ির IC ও এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম বসুনিয়া সহ সমস্ত প্রতিনিধিদের ।


জানা যাচ্ছে, ওই এলাকার মানুষজন এখন স্বাভাবিকভাবেই চলাচল করতে পারবেন না । মাইকিং করে তা জানিয়ে দেওয়া হবে । সংক্রমিত নার্সিং ছাত্রী ও আশাকর্মীর পরিবারের আজ সোয়াব নেওয়ার কথা । স্থানীয়রা চাইছেন এলাকায় পুলিশ-প্রশাসন সংক্রমণ ঠেকাতে খুব তাড়াতাড়ি উদ্যোগ গ্রহণ করুক । আজ স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয় ময়নাগুড়ির সংক্রমিত এলাকায় যাঁদের জ্বর, সর্দি-কাশি রয়েছে তাঁদের সোয়াব টেস্ট করা হবে । কেউ খুব দরকার ছাড়া বাইরে বের হতে পারবেন না ।

চলতি মাসে কলকাতা থেকে জলপাইগুড়িতে ফেরেন 13 জন নার্সিং পড়ুয়া । তারমধ্যে গড়ালিবাড়ির এক পড়ুয়ার কোরোনা ধরা পড়ে । তাঁকে 13 তারিখ কোয়ারানটিনে রেখে 14 তারিখ নমুনা সংগ্রহ করা হয় । রিপোর্টে দেখা যায় তিনি কোরোনায় আক্রান্ত । এরপর নার্সিং ছাত্রীর সঙ্গে আসা বাকি 12 জনের সোয়াব পরীক্ষা করা হয় । তাঁর মধ্যেও 1 জনের পজ়িটিভ ধরা পড়ে । এদিকে ওই ছাত্রীর বাড়িতে আসা এলাকারই এক আশা কর্মীরও কোরোনা সংক্রমণ ধরা পড়েছে বলে জানা গেছে ।

ABOUT THE AUTHOR

...view details