ডুয়ার্স, 8 মে : চা বাগান থেকে উদ্ধার চিতাবাঘের মৃতদেহ । ডুয়ার্সের বড়দিঘি চা বাগানের ঘটনা ।
বড়দিঘি চা বাগানে উদ্ধার চিতাবাঘের দেহ - tea garden
ডুয়ার্সের বড়দিঘি চা বাগান থেকে উদ্ধার হল চিতাবাঘের মৃতদেহ ।
আজ দুপুরে মেটেলি ব্লকের লাটাগুড়ি জঙ্গল লাগোয়া বড়দিঘি চা বাগানের 37 নম্বর সেকশনে চিতাবাঘের মৃতদেহটি দেখতে পান বনকর্মীরা । রুটিন টহলদাহির সময় বনকর্মীরা বাঘটিকে পড়ে থাকতে দেখে । প্রথমের দিকে কিছুক্ষণ বাঘটির প্রাণ থাকলেও কিছুক্ষণের মধ্যেই মারা যায় বাঘটি । এরপর চিতাবাঘটিকে দেখার জন্য ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা ।
বড়দিঘির বিট অফিসার জয়ন্ত বিশ্বাস খুনিয়া স্কয়্যাডে খবর দিলে তারা এসে চিতাবাঘের দেহটি উদ্ধার করে নিয়ে যায় । খুনিয়া স্কয়্যাডের রেঞ্জার রাজকুমার লায়েক বলেন, "চিতাবাঘটি অপ্রাপ্ত বয়স্ক স্ত্রী । ময়নাতদন্তের জন্য বাঘটিকে লাটাগুড়ি প্রকৃতিবিক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । চিতাবাঘটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে । অনুমান, ক্ষতস্থানে ইনফেকশনের জেরেই মৃত্যু হয়েছে চিতাবাঘটির ।"