জলপাইগুড়ি, 4 মে:পা পিছলে এক বালক গাছ থেকে পড়ে গিয়েছিল চা গাছের উপর (Successful operation in Jalpaiguri)। চা পাতা-সহ সেই গাছের ডাল ভেঙে কানের পাশে ঢুকে যায় তার । জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সফল অস্ত্রোপচারের পর কানের পাশ দিয়ে ঢুকে যাওয়া চা গাছের ডাল বের করেন ডাক্তাররা ।
মঙ্গলবার 12 বছরের জয়ন্ত বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজোর জন্য বাবার সঙ্গে জিগা গাছের ছাল ছাড়াতে গিয়েছিল (Tea tree branch taken off from boy's ear)। গাছে উঠে ছাল ছাড়াতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যায় জয়ন্ত । সে সোজা গিয়ে পড়ে চা গাছের উপর । তাকে ওঠাতে গিয়ে তার বাবা দীনেশ রায় দেখতে পান, জয়ন্তর কানের পাশে চা গাছের ডাল ঢুকে গিয়েছে । দীনেশ সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে যান জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে । সেখানে ডাক্তার সঞ্জীব রায়ের তত্ত্বাবধানে চলে চিকিৎসা । সন্ধ্যায় সফল অপারেশন করে চা পাতা ও ডাল বের করেন ডা. সঞ্জীব রায় ।