জলপাইগুড়ি, 12 জুন : উত্তরবঙ্গের অর্থনীতিতে বড় ভূমিকা রয়েছে চা শিল্পের । আর এই শিল্পের মূল মেরুদণ্ড চা শ্রমিকরা । প্রায় কয়েক লাখ শ্রমিক এই শিল্পের সঙ্গে জড়িত । কিন্তু, তাদেরই এখনও পর্যন্ত টিকাকরণ শুরু হয়নি । অবিলম্বে চা শ্রমিকদের টিকাকরণ শুরু না হলে শ্রমিকরা সুপার স্প্রেডার হিসেবে চিহ্নিত হবে বলে আশঙ্কা করছেন চা বাগানের মালিকরা । অবিলম্বে শ্রমিকদের গণ টিকাকরণের আর্জি জানিয়েছে চা বাগান মালিক সংগঠনগুলো ।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা মিলে মোট 298 টি বড় চা বাগান রয়েছে । দার্জিলিং পাহাড়ে রয়েছে 86 টি বড় চা বাগান । আর তরাই বিশেষ করে দার্জিলিং জেলার সমতল এবং উত্তর দিনাজপুর জেলা মিলে 66টি বড় চা বাগান আছে । উত্তরবঙ্গে স্থায়ী ও অস্থায়ী শ্রমিক মিলে প্রায় 3 লাখ 40 হাজার 632 জন কাজ করে । উত্তরবঙ্গের চা বাগানের জমির পরিমাণ 114241.59 হেক্টর ।
জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষি সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী জানান, চা বাগানে যাতে গণ টিকাকরণ করা যায়, সেই দাবি জানিয়েছি । কারণ জলপাইগুড়ি জেলায় 25 হাজার ক্ষুদ্র চা চাষি রয়েছেন । শ্রমিক রয়েছে প্রায় 60 হাজার । এছাড়াও প্রজেক্ট বাগান রয়েছে প্রায় 200 টি। উত্তরবঙ্গে ক্ষুদ্র চা বাগানের সংখ্যা (টি বোর্ডের আইডেন্টিফিকেশন কার্ড প্রদানের ভিত্তিতে) 37 হাজার 365 টি । ক্ষুদ্র চা চাষের জমির পরিমাণ 33 হাজার 711.27 হেক্টর । বট টি লিফ ও সেলফ হেল্প গ্রুপের ফ্যাক্টরি রয়েছে মোট 178 টি । উত্তরবঙ্গে প্রায় 11 হাজার জন স্থায়ী-অস্থায়ী শ্রমিক ক্ষুদ্র চা চাষের সঙ্গে যুক্ত রয়েছে ।