জলপাইগুড়ি, 6 অগস্ট: জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপী গোস্বামীর বাড়ির সামনে অবস্থান বিক্ষোভের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ প্রতিবাদে কলকাতা হাইকোর্টে যাওয়ার কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি জানালেন আদালত অবমাননা মামলা করবেন ৷ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ থাকা সত্ত্বেও তৃণমূল 5 অগস্টের বদলে 6 অগস্ট কিছু কিছু জায়গায় বিজেপি নেতা ও কর্মীদের বাড়ির সামনে ঘেরাও করেছে ৷ যদিও এই ঘটনায় তৃণমূল নেতা কৃষ্ণ দাসের দাবি, তাঁরা আদালতের কোনও নির্দেশই অমান্য করেননি ৷ জলপাইগুড়ির বিজেপি সভাপতির বাড়ি থেকে অনেক দূরে ধরনা মঞ্চে বসেছিলেন তাঁরা ৷
আজ এই নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘ওরা সব জায়গায় এটা করেনি ৷ কিছু কিছু জায়গায় ইচ্ছাকৃত বিজেপির নেতাদের বাড়ির কাছে ঘেরাও করেছিল ৷ সেগুলির ফুটেজ আমি আনাচ্ছি ৷ এ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকার পরেও, তা মানা হয়নি ৷ আমি এই মামলার পিটিশনার হিসেবে এবার আদালত অবমাননার মামলা করব ৷ আর এটা আমার দায়িত্বও ৷ তৃণমূলের লোকজনদের বুঝিয়ে দিতে হবে, তারা বিচার ব্যবস্থার উপরে নয় ৷ ভারতবর্ষে এখনও বিচার ব্যবস্থা সবার উপরে রয়েছে ৷’’
আর যে তৃণমূল নেতার বিরুদ্ধে জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপী গোস্বামীর বাড়ির সামনে মঞ্চ বেঁধে বিক্ষোভের অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী ৷ সেই তৃণমূল নেতা কৃষ্ণ দাসের দাবি, ‘‘আমরা আদালতের কোনও নির্দেশকে অমান্য করিনি ৷ কোনও নেতার বাড়ি ঘেরা বা বাড়ির সামনে বিক্ষোভ দেখাইনি ৷ অনেক দূরে আমরা মঞ্চ বেঁধে প্রতিবাদ বিক্ষোভ করেছি ৷ এতে কোনও বিজেপি নেতা বা কারও সমস্যা আমরা করিনি ৷’’