পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 1, 2022, 5:07 PM IST

ETV Bharat / state

Sukanta Majumdar: ওমপ্রকাশ মিশ্রকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করায় প্রমাণ লোপাটের আশঙ্কা সুকান্ত মজুমদারের

ওমপ্রকাশ মিশ্রকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করায় ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ।

Sukanta Majumdar
ক্ষোভ প্রকাশ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

শিলিগুড়ি, 1 অক্টোবর: এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে সরিয়ে তাঁর জায়গায় ওমপ্রকাশ মিশ্রকে উপাচার্য করায় এবার তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । পাশাপাশি পরবর্তীতে সিবিআইয়ের তদন্তের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে প্রমাণ লোপাটের মতোও আশঙ্কা করলেন তিনি ।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফাইভ জি পরিষেবা সূচনাকে ঘিরে যে পরিবেশ দূষণের আশঙ্কা রয়েছে তাও নস্যাৎ করেন তিনি । পাশাপাশি রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়েও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সুকান্ত মজুমদার । শনিবার কলকাতা থেকে কোচবিহার ও জলপাইগুড়ি সফরে যান সুকান্ত মজুমদার । এদিন কলকাতা থেকে বিমানে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি । সেখান থেকেই সড়কপথে মেখলিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন ৷

আরও পড়ুন:উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ বিজেপির

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপাচার্য পদে ওমপ্রকাশ মিশ্রকে নিয়োগ নিয়ে তিনি বলেন, "সুবীরেশ ভট্টাচার্যকে সরানোর সিদ্ধান্ত আরও আগে নেওয়া উচিৎ ছিল । একজন উপাচার্য চাকরি চুরির দায়ে জেলে থাকবেন সেটা বাংলা তথা উত্তরবঙ্গের সংস্কৃতির সঙ্গে খাপ খায় না । কিন্তু যাকে উপাচার্য করা হয়েছে কিছুদিন আগে পর্যন্ত তিনি তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, প্রার্থী ছিলেন । এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে উপাচার্যের মতো নিরপেক্ষ পদে বসানোর মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মনে কী আছে ?"

এরপরই তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, "এর পরবর্তী সিবিআই বা ইডি-র তদন্তে বিশ্ববিদ্যালয় থেকে যেসব নথি প্রয়োজন পড়বে সেগুলি পাবে না । উপাচার্য একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি চাইবেন না যে নিরপেক্ষ তদন্ত হোক । তিনি রাজনীতি করবেন ।"

ক্ষোভ প্রকাশ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

আরও পড়ুন:এসএসসি দুর্নীতিকাণ্ডে সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করল সিবিআই

এছাড়াও তিনি জানান, গোটা রাজ্য জুড়ে ডেঙ্গির প্রভাব ব্যাপকভাবে বাড়ছে ফলে রাজ্য সরকারের উপর ভরসা করতে রাজ্যবাসীকে মানা করেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details