পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Majumdar: রাজ্যের একটি জেলাতেই 122 জন কৃষক আত্মহত্যা করেছেন, দাবি সুকান্তর - বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

লাটাগুড়িতে কিষান মোর্চার প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিতে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ আর সেখানেই রাজ্য সরকারকে তুলোধনা করলেন তিনি ।

Sukanta claims 122 farmers committed suicide in one district of the state
Sukanta claims 122 farmers committed suicide in one district of the state

By

Published : Sep 21, 2022, 10:07 PM IST

জলপাইগুড়ি, 21 সেপ্টেম্বর: রাজ্যের একটি জেলাতেই 122 জন কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন । এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বিজেপি-র ইস্ট জোনের ভারতীয় কিষান মোর্চার 6টি রাজ্যের পদাধিকারীদের নিয়ে দু'দিনের কর্মশালা শুরু হয়েছে লাটাগুড়িতে । এই সভায় যোগ দিতে এসে রাজ্য সরকারকে তুলোধনা করেন সুকান্ত ।

এদিন লাটাগুড়িতে কিষান মোর্চার প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়ে সুকান্ত মজুমদার অভিযোগ করেন, "রাজ্যের কৃষকরা আত্মহত্যা করছেন অথচ তারা কেন্দ্রকে তা জানাচ্ছে না । তবে আরটিআই-এর মাধ্যমে তা উঠে এসেছে । মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলাতে সিদ্ধহস্ত । তাই তিনি কেন্দ্রকে সঠিক তথ্য জানাচ্ছেন না । কিষান মোর্চা পূর্বক্ষেত্রের প্রশিক্ষণের আয়োজন করেছে । কৃষক মোর্চা আগামিতে সরকারের বিরোধী আন্দোলন করবে । 122 জন কৃষক আত্মহত্যা করেছে । এটা অন্য রাজ্যে হলে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন শুরু করে দিতেন ।"

তিনি আরও বলেন, "কেন্দ্র সরকারের যে সকল সুযোগ সুবিধা আছে রাজ্যের কৃষকরা সেগুলো পাচ্ছেন না । তার জন্য আমরা গ্রামে গঞ্জে ঘুরে কৃষকদের সচেতন করে আন্দোলনে সঙ্গবদ্ধ করব (Sukanta claims 122 farmers committed suicide in one district of state)।"

বিলাশবহুল রিসর্টে কিষান মোর্চার (Kisan Morcha) প্রশিক্ষণ শিবির প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, "তৃণমূল কংগ্রেসের আনন্দের জন্য বান্ধবীরা আছে । খাটের তলায় টাকা আছে । আমাদের খাটের তলায় টাকা নেই । অন্য রাজ্য থেকে 300 জন প্রতিনিধিরা এসেছে । আমরা ভিন রাজ্যের লোকেদের প্লাটফর্মে রাখতে পারি না । অভিষেক বন্দ্যোপাধ্যায় 85 হাজার টাকার চশমার ফ্রেম ব্যবহার করতে পারবেন । কিন্তু কৃষকরা ভালো জায়গায় থাকতে পারবেন না । ছোট একটা রিসর্টে থাকলে কী ক্ষতি হবে ? শুধুমাত্র অভিষেক ও তাঁর লোকেরাই থাকবে, আর অন্য লোকেরা চপ আর ঘুগনি বিক্রি করবে, এটা চলতে পারে না ।"

রাজ্য সরকারকে তুলোধনা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

এদিন কিষান মোর্চার সাধারণ সম্পাদক শম্ভু কুমার বলেন, "কেন্দ্রের যে সকল সুযোগসুবিধা কৃষকদের জন্য রয়েছে সব বাড়ি বাড়ি গিয়ে প্রচার করব । এই রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করাই আমাদের উদ্দেশ্য ।"

আরও পড়ুন:'মোদির স্মরণে গিয়ে মুখ্যমন্ত্রী বাঁচার চেষ্টা করছেন', মমতাকে কড়া আক্রমণ সুকান্তর

এদিনের লাটাগুড়ির প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন কিষান মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক শম্ভু কুমার, সাধারণ সম্পাদক বজরংগি যাদব, সর্বভারতীয় কোষাধ্যক্ষ রামপাল যাদব, সর্বভারতীয় সম্পাদক বিজয় খালকো, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কিষান মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার, ঝাড়খণ্ড কিষান মোর্চার সভাপতি পবন সাউ, বিহারের কিষান মোর্চার সভাপতি স্বরজরঞ্জন প্যাটেল, ছত্রিশগড় কিষান মোর্চার সভাপতি পবন সাউ, ওড়িশা কিষান মোর্চার সভাপতি প্রদীপ পুরোহিত-সহ অন্যান্যরা ৷

ABOUT THE AUTHOR

...view details