জলপাইগুড়ি, 17 সেপ্টেম্বর : উত্তরবঙ্গে ভাইরাল জ্বরে আক্রান্ত 760 জন শিশু । তাই রাজ্যে স্বাস্থ্য ভবনের নির্দেশে ভাইরাল জ্বরে আক্রান্ত শিশুদের দেখতে জলপাইগুড়িতে আসছেন পাঁচ সদস্যের চিকিৎসকের দল । এই দলে থাকছেন রাজা রায়, পল্লব ভট্টাচার্য, বিকাশচন্দ্র মণ্ডল, মিহির সরকার ও দীপ্তকান্তি মুখোপাধ্যায় ।
আরও পড়ুন :Jalpaiguri Special : স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার নেই, জ্বরে আক্রান্ত শিশুদের রেফার করা হচ্ছে 20 কিমি দূরের হাসপাতালে
কলকাতায় পাঠানো সোয়াব টেস্টের রিপোর্টে দেখা গিয়েছে, 10 জনের মধ্যে তিনজন শিশুর শরীরে আরএস ভাইরাস এবং আরও তিনজন শিশুর শরীরে ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস, আরএস ভাইরাস মিলেছে । আর দু’জনের সোয়াব নিম্নমানের থাকায় টেস্ট করা যায়নি । অন্যদিকে চিকিৎসাধীন শিশুদের মনিটরিংয়ের জন্য সাতজনের টিম তৈরি করা হয়েছে ৷
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, পাঁচ সদসের দলটি জেলা স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করবে । শিশুদের ওয়ার্ডে পরিদর্শনে যাবে । এই মুহূর্তে কী চিকিৎসা দেওয়া যেতে পারে, তার গাইডলাইন দেবে ।
আরও পড়ুন :Fever in Children : জলপাইগুড়িতে একসঙ্গে 130 শিশুর জ্বর, নমুনা যাচ্ছে কলকাতায়
উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ওএসডি ড. সুশান্ত রায় গতকালই জানিয়েছেন, তেমন কোনও ভয়ের কিছু নেই । দশ জনের রিপোর্ট ভালই এসেছে । জলপাইগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন ভাইরাল জ্বরে আক্রান্ত 10 জন শিশুর সোয়াব নমুনা পরীক্ষা করে এই রিপোর্ট দিয়েছে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ।
এছাড়া জানা গিয়েছে, শিশুদের দেখার জন্য মনিটরিং টিমে সুপারকে মাথা করে দু’জন পেডিট্রিশিয়ান, একজন নার্সিং সুপার, দু’জন বায়ো কেমিস্টের ডাক্তার ও একজন প্যাথলজিস্টকে রাখা হয়েছে । তাঁরা এই বাচ্চাদের মনিটরিং করবেন । যদিও এই ভাইরাস পাওয়ার পরেও শিশুদের ইনফ্লুয়েঞ্জার চিকিৎসার মতোই চিকিৎসা করা হবে ।
আরও পড়ুন :Jalpaiguri Children in Fever : করোনা রিপোর্ট নেগেটিভ, জলপাইগুড়িতে জ্বরে অসুস্থ বাচ্চাদের পর্যবেক্ষণে মনিটরিং দল গঠন