শিলিগুড়ি, 9 অগস্ট: সম্প্রতি বেহালায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দ্বিতীয় শ্রেণির ছাত্রের । গুরুতর আহত হয়ে তার বাবা হাসপাতালে ভর্তি ৷ এই ঘটনা রাজ্যজুড়ে আলোড়ন ফেলেছে । এই অবস্থায় শিলিগুড়ি শহরে প্রধান রাস্তাগুলির ধারে থাকা স্কুলগুলির পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে ময়দানে নামল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ)।
মঙ্গলবার থেকে শিলিগুড়ির বিভিন্ন স্কুল পরিদর্শন করা শুরু করেছে এসজেডিএ কর্তৃপক্ষ । পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে এ বার শিলিগুড়ি ও জলপাইগুড়িতে স্কুলের সামনে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে পুলিশকে 150টি ব্যারিকেড দেবে এসজেডিএ । বেহালায় পথ দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুর পর এই সিদ্ধান্ত নিয়েছে এসজেডিএ কর্তৃপক্ষ । বুধবার শহরের বিভিন্ন স্কুল পরিদর্শনের পর এ কথা জানিয়েছেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী । একইসঙ্গে তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শিলিগুড়ি শহরে বসানো হবে আরও শতাধিক বুলেট ক্যামেরা ও প্লাসটিকের বাম্পার ।
এ দিন এসজেডিএ'র চেয়ারম্যান শহরের চারটি স্কুল পরিদর্শন করেন । তিনি স্কুলগুলির শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন । পরে স্কুলগুলির সামনে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করার বিষয় নিয়ে দুই জেলার সঙ্গে আলোচনা করবেন বলেও জানান সৌরভ চক্রবর্তী ।