জলপাইগুড়ি, 17 মে :নেভিগেশন অ্যাপ চালু করতে চলেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন । সারপ্রাইজ ভিজিটে গেলে আগে রাস্তা দেখানোর জন্য এলাকার কর্মী বা সংশ্লিষ্ট আধিকারিককে জানিয়ে যেতে হয়, ফলে সেটা সবাই জেনে যায় । অ্যাপটির নাম রাখা হয়েছে 'শিশু আলয় সারথি' ৷ গুগলের সহযোগিতায় এই উদ্যোগ নিয়েছেন জেলাশাসক । জেলার যে কোন আইসিডিএস সেন্টারে কারও সাহায্য ছাড়াই, কীভাবে সেই সেন্টারে চলে যাওয়া যায়, সেই উদ্দেশ্যেই এই অ্যাপ তৈরি করা হয়েছে । জেলার 3900টি আইসিডিএস সেন্টার রয়েছে । সব কটি আইসিডিএস সেন্টারকে গুগল ম্যাপে রাখা হয়েছে । গুগলে নেভিগেশন অ্যাপের মাধ্যমে যে কোন সময়, যে কোন আধিকারিক সেই সেন্টারে যেতে পারবেন অ্যাপ দেখেই (Shishu Alay Sarathi app to help administration in visiting ICDS centres) ।
জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বলেন, "আমরা এই প্রথম একটা নেভিগেশন অ্যাপ তৈরি করছি । যাতে করে আমরা আচমকা যে কোন আইসিডিএস সেন্টারে পরিদর্শনে চলে যেতে পারে । এতে করে কারও সহযোগিতা দরকার হবে না । এখন অ্যাপটি ট্রায়ালে রয়েছে । আমরা যখন কোন আইসিডিএস সেন্টারে যাই তাতে করে সেখানকার সুপারভাইজার বা কোন আধিকারিকদের ডেকে নিয়ে তখন সেই সেন্টারে যেতে হয় । এই অ্যাপটি সঠিকভাবে রান করলে, আমরা কোন আধিকারিক বা কোন কর্মীর সহযোগিতা ছাড়াই সেই আইসিডিএস সেন্টারে পৌছে যেতে পারব । অনেক সময় ফ্লাইং ভিজিটের সময় আমরা যেতে চাইলে সবাইকে ডেকে নিয়ে রাস্তা চিনে নিয়ে তারপর সেই সেন্টারে পৌছতে হয়, ফলে তার আগেই প্রচার হয়ে যায় পরিদর্শনে কেউ আসছেন । আমরা আইসিডিএস এর জন্য এই অ্যাপটি করার পর জেলার স্কুল গুলিকে নিয়েই একটা অ্যাপ করব বলে জানান জেলাশাসক ।"