পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Elephant Rescued in Jalpaiguri : ট্রাকে করে গুজরাতের পথে 7টি হাতি, পাচার সন্দেহে আটক 18

অরুণাচল প্রদেশ থেকে 7টি হাতি অসম হয়ে গুজরাত নিয়ে যাওয়া হচ্ছিল । 31 নং জাতীয় সড়কের তিস্তা সেতুর কাছে হাতি-সহ ট্রাক আটক করেন জলপাইগুড়ি রেঞ্জের রেঞ্জার সুশান্ত লাহা ও লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জার শুভ্রশঙ্খ দত্ত (Elephant Rescued in Jalpaiguri) ।

Elephant Rescued in Jalpaiguri
ট্রাকে করে গুজরাতের পথে 7টি হাতি, পাচার সন্দেহে আটক 18

By

Published : Mar 22, 2022, 10:20 PM IST

জলপাইগুড়ি, 22 মার্চ : 6টি ট্রাকে করে গুজরাতে নিয়ে যাওয়া হচ্ছিল মোট 7টি হাতি । পাচার সন্দেহে 31 নং জাতীয় সড়কের ওপর হাতি বোঝাই ওই ট্রাকগুলিকে আটক করল জলপাইগুড়ি বনবিভাগের তিস্তা চেকপোস্টের বনকর্মীরা । তিস্তা সেতুর কাছে ট্রাকগুলিকে আটক করে তদন্ত শুরু করেছে বনদফতর (Several people detained in Jalpaiguri) ।

জানা গিয়েছে, অরুণাচল প্রদেশ থেকে 7টি হাতি অসম হয়ে গুজরাত নিয়ে যাওয়া হচ্ছিল । মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে 31 নং জাতীয় সড়কের তিস্তা সেতুর কাছে হাতি-সহ ট্রাক আটক করেন জলপাইগুড়ি রেঞ্জের রেঞ্জার সুশান্ত লাহা ও লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জার শুভ্রশঙ্খ দত্ত । মাহুত এবং গাড়ির চালক-সহ 18 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বন দফতর ।

ট্রাকগুলির সঙ্গে থাকা ডাঃ জাহান আহমেদ জানান, অরুণাচলের নামসাই থেকে জামনগরের রাধেকৃষ্ণ টেম্পল এলিফ্যান্ট ট্রাস্টে হাতিগুলিকে দান করা হয়েছে । তাঁদের কাছে বৈধ কাগজ রয়েছে । সমস্ত হাতির গায়ে মাইক্রোচিপ লাগানো রয়েছে ।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গ-অসম সীমান্তে এই প্রথম উদ্ধার অস্ট্রেলিয়ান ক্যাঙারু, নজির বারোবিশা পুলিশের

মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষ বলেন, ‘‘পাচারের উদ্দেশ্যে হাতিগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল কি না জানতে কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে ৷ পাশাপাশি হাতির কানে লাগানো মাইক্রোচিপও পরীক্ষা করে দেখা হবে ৷’’ প্রসঙ্গত, কয়েকদিন আগেই অসম-বাংলা সীমান্তের বারোবিশায় ক্যাঙ্গারু-সহ একটি ট্রাক আটক করে পুলিশ । বর্তমানে আলিপুর চিরিয়াখানায় রাখা হয়েছে ক্যাঙারুটিকে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details