ধূপগুড়ি, 8 জুন: রেড জোন নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার এক যুবক । পুরসভার তরফে প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানাতেই কড়া পদক্ষেপ নিল ধূপগুড়ি থানার পুলিশ । বুধবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি পোস্ট লক্ষ্য করা যায় । যেখানে উল্লেখ রয়েছে ধূপগুড়িকে রেড জোন ঘোষণা করা হয়েছে । এই বিষয় নিয়ে বাজার জুড়ে একপ্রকার চাঞ্চল্য দানা বাধতে শুরু করে ।
তবে পুরসভার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় এই ধরনের কোনও ঘোষণা নেই । কিন্তু ধূপগুড়িকে এখনও রেড জোন ঘোষণা করা হয়নি বলে জানান পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশকুমার সিং । তিনি বলেন, এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি রেড জোনকে নিয়ে । গোটা রাজ্যজুড়ে চলেছে কড়া বিধি নিষেধ । যেখানে রাজ্য সরকারের তরফে বলা হয়েছে করোনা নিয়ে কোন গুজব ছড়াতে না । তারপরও এক শ্রেণির মানুষ গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত করার চেষ্টা চলছে ।