পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে ধূপগুড়িতে গ্রেফতার এক যুবক - POLICE

রেড জোন নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে ধূপগুড়িতে গ্রেফতার এক যুবক । পুরসভার তরফে প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানাতেই কড়া পদক্ষেপ নিল ধূপগুড়ি থানার পুলিশ ।

DHUPGURI
সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার এক যুবক

By

Published : Jun 9, 2021, 10:20 PM IST

ধূপগুড়ি, 8 জুন: রেড জোন নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার এক যুবক । পুরসভার তরফে প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানাতেই কড়া পদক্ষেপ নিল ধূপগুড়ি থানার পুলিশ । বুধবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি পোস্ট লক্ষ্য করা যায় । যেখানে উল্লেখ রয়েছে ধূপগুড়িকে রেড জোন ঘোষণা করা হয়েছে । এই বিষয় নিয়ে বাজার জুড়ে একপ্রকার চাঞ্চল্য দানা বাধতে শুরু করে ।

তবে পুরসভার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় এই ধরনের কোনও ঘোষণা নেই । কিন্তু ধূপগুড়িকে এখনও রেড জোন ঘোষণা করা হয়নি বলে জানান পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশকুমার সিং । তিনি বলেন, এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি রেড জোনকে নিয়ে । গোটা রাজ্যজুড়ে চলেছে কড়া বিধি নিষেধ । যেখানে রাজ্য সরকারের তরফে বলা হয়েছে করোনা নিয়ে কোন গুজব ছড়াতে না । তারপরও এক শ্রেণির মানুষ গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত করার চেষ্টা চলছে ।

আরও পড়ুন:শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সঙ্গে বৈঠক করলেন বিজেপি বিধায়করা

পুলিশকে গোটা বিষয়টি জানানো হয়েছে । পুলিশকে আবেদন কড়া হয়েছে যারা এই সব করে মানুষকে আতঙ্কিত করছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে । সাধারণ মানুষের অবগত করা হচ্ছে গুজবে কান দিতে না বলা হয়েছে । পুরসভার পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details