জলপাইগুড়ি, ৩০ মার্চ : "জল-টলের নির্বাচন করার সুযোগ আর পাবে না তৃণমূল।" আজ ধুপগুড়িতে একথা বলেন BJP নেত্রী রূপা গাঙ্গুলি। আজ বিকেলে জলপাইগুড়ি লোকসভা আসনের BJP প্রার্থী জয়ন্ত রায়কে নিয়ে প্রচার মিছিল করেন রূপা। ধুপগুড়ি মিলপাড়া এলাকায় দলের টাউন মণ্ডল অফিস থেকে মিছিল শুরু হয়ে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের প্রথমে ছিলেন দলের মহিলা মোর্চা কর্মীরা। তার পেছনে খোলা জিপে জয়ন্ত রায়ের পাশে ছিলেন রূপা। এছাড়া মিছিলে ছিলেন দলের ধুপগুড়ি টাউন মণ্ডল সভাপতি অলোক পাল, জেলা সম্পাদক কৃষ্ণপদ সরকার ও অন্যান্য নেতারা।
জল-টলের নির্বাচন আর না : রূপা গাঙ্গুলি
রাজ্য সরকারকে আক্রমণ করে রূপা গাঙ্গুলি বলেন, "এতদিন ওরা ভেবেছিলেন, জল এবং টল দিয়ে মানুষকে পিছিয়ে রাখবে। পশ্চিমবঙ্গ সরকারের একমাত্র আয়ের উপায় হচ্ছে মদের দোকান। মদের দোকানের লাইসেন্স দিয়ে ওরা কোনও ভাবে ঋণ শোধ করতে চাইছে।"
s
মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রূপা বলেন, "মানুষ পরিবর্তন চেয়েছিল। যা মানুষ পায়নি। রাজ্যের বিভিন্ন এলাকায় যা অবস্থা তার বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের উত্তরবঙ্গের অধিকাংশ আসনে জয় নিশ্চিত। মানুষ আমাদের পাশে রয়েছে।"
এদিকে রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "এতদিন ওরা ভেবেছিলেন, জল এবং টল দিয়ে মানুষকে পিছিয়ে রাখবে। পশ্চিমবঙ্গ সরকারের একমাত্র আয়ের উপায় হচ্ছে মদের দোকান। মদের দোকানের লাইসেন্স দিয়ে ওরা কোনও ভাবে ঋণ শোধ করতে চাইছে।"