রাজগঞ্জ, 12 এপ্রিল: ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বাইকচালক ও আরোহীর। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জ থানার অন্তর্গত ফাটাপুকুর এলাকায়। খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছালে পুলিশের গাড়ি ঘেরাও করে ভাঙচুর চালায় স্থানীয়রা। পরিস্থিতি বেগতিক দেখে তাড়া খেয়ে কাছেই একটি বাড়িতে আশ্রয় নেন পুলিশকর্মীরা। পরে OC-র নেতৃত্বে পুলিশ বাহিনী এসে তাঁদের উদ্ধার করে। স্থানীয়দের বিক্ষোভের জেরে পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার সহ মোট 9 জন জখম হয়েছেন।
দুর্ঘটনায় মৃত্যু ঘিরে রণক্ষেত্র রাজগঞ্জ, স্থানীয়দের হামলায় জখম 9 পুলিশকর্মী
ট্রাকের ধাক্কায় বাইকচালক ও আরোহীর মৃত্যু। ঘটনাস্থানে পুলিশ পৌঁছালে পুলিশকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়। স্থানীয়দের তাড়া খেয়ে পুলিশকর্মীরা কাছেই একটি বাড়িতে আশ্রয় নেন। ঘটনায় মোট পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার সহ জখম 9
আজ দুপুরে রাজগঞ্জের ফাটাপুকুর এলাকায় একটি ট্রাক একটি বাইককে পিছন থেকে ধাক্কা মারে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক চালক ও আরোহী ঘটনাস্থানেই মারা যায়। মৃত বাইকচালকের নাম অমিতাভ দে। বাড়ি কোচবিহারের ঘোকসাডাঙায়। রাধানগর BSF ক্যাম্পের ঠিকাদারী সংস্থার কর্মী ছিল অমিতাভ। আজ দুপুরে বাইক নিয়ে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল সে। বাইকে তার সঙ্গে ছিল আরও এক যুবক। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ। সেসময় পুলিশের গাড়ি ঘেরাও করে ভাঙচুর চলায় উত্তেজিত জনতা।
যানবাহনের গতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা। তাদের অভিযোগ, পুলিশ কোনও নজরদারি চালায় না।