পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোভিড হাসপাতালের বাইরে বিক্ষোভ রোগীর আত্মীয়দের

প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না কোরোনা আক্রান্ত রোগীরা। এমনকী ঠিক সময়ে খাবারও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রোগীর আত্মীয়দের।এর প্রতিবাদে এদিন জলপাইগুড়ির কোভিড হাসপাতালের গেটে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা ।

covid hospital
বিক্ষোভ রোগীর আত্মীয়দের

By

Published : Nov 7, 2020, 9:50 PM IST

জলপাইগুড়ি,7 নভেম্বর : ফের জলপাইগুড়ি কোভিড হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন উঠল। হাসপাতালের পরিষেবা নিয়ে জলপাইগুড়ি বিশ্ববাংলা কোভিড হাসপাতালের গেটে বিক্ষোভ দেখালেন কোরোনা রোগীর আত্মীয়রা। বর্তমানে জলপাইগুড়ি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 176 জন।

রোগীর আত্মীয়দের অভিযোগ, প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। এমনকী কোরোনা আক্রান্তদের সময় মতো খাবার দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রোগীর আত্মীয়দের। এরই প্রতিবাদে এদিন কোভিড হাসপাতালের গেটে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা ।

যদিও অভিযোগ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই, সব ঠিকঠাকই আছে। জলপাইগুড়ি সদর হাসপাতাল সুপার গয়ারাম নস্করের দাবি, "খাবার পৌঁছাতে মাঝে মধ্যে দেরি হচ্ছে ঠিকই। কিন্তু কয়েকজন রোগীর আত্মীয় সাধারণ হাসপাতালের সঙ্গে কোভিড হাসপাতালকে গুলিয়ে ফেলছেন। ফলে সমস্যা বাড়ছে। এমনকী তারা কোভিড হাসপাতালের চত্বরে ঢুকে যাচ্ছেন।" হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগ ছড়াতে পারে এই আশঙ্কায় ভেতরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ভেতরে যাতে কেউ ঢুকতে না পারে তার জন্য পুলিশকেও জানানো হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details