পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

PTTI কলেজ হস্টেলে র‍্যাগিং, ছাত্রকে দিয়ে লেখানো হল সুইসাইড নোট!

আলিপুরদুয়ার জেলার শামুকতলা তালেশ্বরগুড়ির বাসিন্দা ছাত্রটি এই সরকারি PTTI কলেজের ফার্স্ট ইয়ারের ভরতি হয় ৷ তারপর থেকেই কলেজ সিনিয়ররা তার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে ৷ তাকে দিয়ে মদ,সিগারেট আনানো শুরু হয়৷ সিনিয়রদের পা টেপা থেকে শুরু করে ঘর পরিস্কার করে দেওয়া সব কিছু তাকে দিয়ে করানো হত বলে অভিযোগ করে ছাত্রটি ৷ গন্ডি কেটে তার মধ্যে ঘন্টার ঘন্টা দাঁড় করিয়ে রাখা হত তাকে ৷ গতকাল অত্যাচারের সীমা পার হয়ে যায় ৷ ছাত্রটিকে দিয়ে সুইসাইড নোট লেখায় তার সিনিয়ররা ৷

ragging

By

Published : Sep 4, 2019, 8:44 PM IST

Updated : Sep 4, 2019, 9:32 PM IST

জলপাইগুড়ি , 4 সেপ্টেম্বর : PTTI কলেজে প্রশিক্ষণ নিতে আসেন এক ছাত্র ৷ প্রশিক্ষণের পাশাপাশি তাঁর উপর চলত মানসিক ও শারীরিক অত্যাচার ৷ অভিযোগ, কখনও কলেজ সিনিয়রদের পা টিপে দিতে হত তাঁকে ৷ কখনও এনে দিতে হত সিগারেট কিংবা মদের বোতলও ৷ কলেজ সিনিয়রদের হস্টেলের ঘরও পরিষ্কার করেছেন তিনি ৷ গতকাল অত্যাচার সীমা ছাড়িয়ে যায় ৷ সুইসাইড নোট লেখানো হয় তাকে দিয়ে ৷ রাতের বেলা হস্টেল থেকে পালিয়ে আসেন তিনি ৷ আজ ছাত্রের পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানাতে আসলে কলেজের অন্যান্য ছাত্ররা তাঁর দাদা ও আইনজীবীদের আটক করে মারধর করে বলেও অভিযোগ ৷

আলিপুরদুয়ারের শামুকতলা তালেশ্বরগুড়ির বাসিন্দা ছাত্রটি জলপাইগুড়ির ওই সরকারি PTTI কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হন ৷ তারপর থেকেই কলেজ সিনিয়ররা তার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে ৷ গন্ডি কেটে তার মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হত তাঁকে ৷ ছাত্রের দাদা অসীম পন্ডিত বলেন , "গত কাল রাতে ভাইকে দিয়ে সুইসাইড নোট লেখানো হয়৷ " ছাত্রের বাবা জানান, তিনি তাঁর ছেলেকে নিয়ে ফিরে যেতে চান ৷ তাঁর ছেলের প্রাণ তাঁর কাছে গুরুত্বপূর্ণ ৷

কলেজের অধ্যক্ষ অসীম কুমার বৈরাগী অভিযোগ অস্বীকার করেন ৷ ঘটনাটি অস্বীকার করেছে কলেজের সিনিয়ররাও ৷

জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশন-র সম্পাদক অভিজিৎ সরকার বলেন, " কলেজে মদের বোতল পাওয়া যাচ্ছে । কলেজে র‍্যাগিং হচ্ছে অথচ অধ্যক্ষ কিছুই জানেন না । তিনি অভিযোগ স্বীকার করছেন না । আইনজীবীদের মারধর করা হয় । থানায় অভিযোগ জানাব । "

Last Updated : Sep 4, 2019, 9:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details