জলপাইগুড়ি, 27 সেপ্টেম্বর:প্রবীণ নাগরিকদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ । শুধুমাত্র শহর নয়, গ্রামেগঞ্জে একা থাকা প্রবীন নাগরিকদের সাহায্য়ের জন্য সিভিক ভলেন্টিয়ারদের নিযুক্ত করা হবে । পাশাপাশি পুলিশ লাইনে এসে বয়স্ক নাগরিকরা পার্কে ঘুরতে যেমন পারবেন তেমনি সপ্তাহে একদিন করে চিকিৎসককেও দেখাতে পারবেন । সেই সঙ্গে বয়স্ক নাগরিকদের জন্য তথ্যভাণ্ডার তৈরি করবে জলপাইগুড়ি জেলা পুলিশ । বুধবার জলপাইগুড়ি পৌরসভা এলাকার 150 জন বয়স্ক নাগরিককে জেলা পুলিশের পক্ষ থেকে পরিচয় পত্র প্রদান করা হয়েছে ৷ এটি 'প্রণাম' প্রকল্প নামে পরিচিত ৷ এর আগে শহরে 45 জন যুক্ত ছিলেন এই প্রকল্পে । এবার আরও 150 জনকে যুক্ত করা হয়েছে ।
এই প্রসঙ্গেই জলপাইগুড়ির পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গনপত বলেন, "শহরে প্রবীণ নাগরিকরা অনেকেই একা আছেন । শহরে প্রচুর প্রবীণ নাগরিক রয়েছেন ৷ যাদের সন্তানরা কর্মসূত্রে বা পড়াশোনার জন্য রাজ্যের বাইরে রয়েছেন । আমরা প্রবীণদের পাশে দাঁড়ানোর জন্য 'প্রণাম' নামে এই প্রকল্প শুরু করেছি । আমরা শুধুমাত্র পৌরসভা এলাকাগুলিতে ওয়ার্ড ভিত্তিতে ভাগ করেছি ৷ প্রত্যেক ওয়ার্ডে একজন সিভিক থাকবেন ৷ পুলিশকর্মীও থাকবেন ৷ তারাই এই প্রবীণ নাগরিকদের সাহায্য করবে । এলাকায় কতজন প্রবীণ নাগরিক আছেন তার একটি তালিকাও তৈরি করছি ।" তিনি আরও উল্লেখ করেন, ওয়ার্ড ভিত্তিতে নোডাল অফিসারদের প্রবীণদের নামের তালিকা দেওয়া হয়েছে । 'প্রণাম' প্রকল্পে নোডাল অফিসারের মোবাইল নং দেওয়া হয়েছে । তারা ফোন করে সমস্যার কথা জানাতে পারবেন ।