পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Project Pronam: বয়স্ক নাগরিকদের নিরাপত্তায় তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ পুলিশের

প্রবীন নাগরিকদের সাহায্যর্থে চালু হল 'প্রণাম' প্রকল্প ৷ জলপাইগুড়ি পুলিশের পক্ষ থেকে আপাতাত শহরাঞ্চলে এই প্রকল্প চালু করা হয়েছে ৷ প্রবীণরা ফোন করলেই পুলিশের পক্ষ থেকে সমস্তরকম সাহায্য করা হবে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 10:24 PM IST

বয়স্ক নাগরিকদের নিরাপত্তায় তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ পুলিশের

জলপাইগুড়ি, 27 সেপ্টেম্বর:প্রবীণ নাগরিকদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ । শুধুমাত্র শহর নয়, গ্রামেগঞ্জে একা থাকা প্রবীন নাগরিকদের সাহায্য়ের জন্য সিভিক ভলেন্টিয়ারদের নিযুক্ত করা হবে । পাশাপাশি পুলিশ লাইনে এসে বয়স্ক নাগরিকরা পার্কে ঘুরতে যেমন পারবেন তেমনি সপ্তাহে একদিন করে চিকিৎসককেও দেখাতে পারবেন । সেই সঙ্গে বয়স্ক নাগরিকদের জন্য তথ্যভাণ্ডার তৈরি করবে জলপাইগুড়ি জেলা পুলিশ । বুধবার জলপাইগুড়ি পৌরসভা এলাকার 150 জন বয়স্ক নাগরিককে জেলা পুলিশের পক্ষ থেকে পরিচয় পত্র প্রদান করা হয়েছে ৷ এটি 'প্রণাম' প্রকল্প নামে পরিচিত ৷ এর আগে শহরে 45 জন যুক্ত ছিলেন এই প্রকল্পে । এবার আরও 150 জনকে যুক্ত করা হয়েছে ।

এই প্রসঙ্গেই জলপাইগুড়ির পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গনপত বলেন, "শহরে প্রবীণ নাগরিকরা অনেকেই একা আছেন । শহরে প্রচুর প্রবীণ নাগরিক রয়েছেন ৷ যাদের সন্তানরা কর্মসূত্রে বা পড়াশোনার জন্য রাজ্যের বাইরে রয়েছেন । আমরা প্রবীণদের পাশে দাঁড়ানোর জন্য 'প্রণাম' নামে এই প্রকল্প শুরু করেছি । আমরা শুধুমাত্র পৌরসভা এলাকাগুলিতে ওয়ার্ড ভিত্তিতে ভাগ করেছি ৷ প্রত্যেক ওয়ার্ডে একজন সিভিক থাকবেন ৷ পুলিশকর্মীও থাকবেন ৷ তারাই এই প্রবীণ নাগরিকদের সাহায্য করবে । এলাকায় কতজন প্রবীণ নাগরিক আছেন তার একটি তালিকাও তৈরি করছি ।" তিনি আরও উল্লেখ করেন, ওয়ার্ড ভিত্তিতে নোডাল অফিসারদের প্রবীণদের নামের তালিকা দেওয়া হয়েছে । 'প্রণাম' প্রকল্পে নোডাল অফিসারের মোবাইল নং দেওয়া হয়েছে । তারা ফোন করে সমস্যার কথা জানাতে পারবেন ।

এই প্রকল্পটি আপাতত শহরে করা হচ্ছে । ফোন করলেই অফিসার তার সহযোগিতা করবেন । কোনও প্রবীণের ওষুধ বা শারীরিক সমস্যা হলে তাঁদের কাছে সাহায্য পৌঁছে যাবে । মাসে অন্তত একবার ওয়ার্ড ভিত্তিক নোডাল অফিসার খোঁজখবর নেবেন এই সমস্ত প্রবীণদের । প্রবীণ নাগরিকরা যাতে নিরাপদে থাকেন এবং তাঁরা সাইবার ক্রাইমের শিকার না-হন সেদিকেও নজর দেওয়া হবে ৷

আরও পড়ুন:মদ্যপ অবস্থায় বৃদ্ধা মা'কে ধর্ষণের অভিযোগ ছেলের বিরুদ্ধে

এদিন জলপাইগুড়ি প্রবীণ নাগরিক তপন মিত্র বলেন, "প্রণাম পুলিশের একটি মানবিক দিক । আমাদের পাশে দাঁড়িয়েছে পুলিশ ৷ যেভাবে দাঁড়াল তাতে আমরা পুলিশকে ধন্যবাদ না-জানিয়ে পারছি না । এই প্রকল্পের মাধ্যমে প্রবীণদের বাড়ির নিরাপত্তা, স্বাস্থ্য সম্পর্কিত সব ধরনের সাহায্য করা হবে । আমি এর আগেও পুলিশের সাহায্য পেয়েছি । আশা করি সবাই সাহায্য পাবেন ।"

ABOUT THE AUTHOR

...view details